Narendra Modi (Photo Credit: Twitter/ANI)

দিল্লি, ১৩ অক্টোবর: G20 পার্লামেন্টারি স্পিকার্স সামিট এবং পার্লামেন্টারি ফোরাম প্রোগ্রামের তালিকায় নেই কানাডা। দিল্লির যশোভূমিতে শুক্রবার হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে অনুষ্ঠানে ইন্দোনেশিয়া, মেক্সিকো, সৌদি আরব, ওমান, স্পেন, ইউরোপীয় পার্লামেন্ট, ইতালি, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, তুরস্ক, নাইজেরিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরশাহি, সিঙ্গাপুর, জাপান, মিশর ও বাংলাদেশের স্পিকার ও প্রতিনিধি দলের প্রধানরা হাজির। ওই অনুষ্ঠানেই কানাডার কোনও প্রতিনিধির দেখা মেলেনি। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুন ইস্যুতে ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের যে টানাপোড়েন শুরু হয়েছে, তার জেরেই এবার ওট্টাওয়াকে G20 পার্লামেন্টারি স্পিকার্স সামিট এবং পার্লামেন্টারি ফোরাম প্রোগ্রামের তালিকা থেকে বাদ রাখল দিল্লি।

 

সম্প্রতি কানাডার ৪১ জন কূটনীতিককে ভারত থেকে ফেরাতে হবে বলে দিল্লির তরফে স্পষ্ট জানানো হয়। যার পর কানাডা দিল্লির সঙ্গে এ বিষয়ে ব্যক্তিগত স্তরে আলোচনা করতে চায় বলে জানায়। যদিও তাতে বরফ গলেনি। ১০ অক্টোবর অর্থাৎ নির্ধারিত দিনের মধ্যে দিল্লি থেকে ৪১ জন কূটনীতিককে ফেরাতে কানাডাকে।