Kaziranga National Park (Photo Credit: X)

গুয়াহাটি, ৪ জুন: বন্যপ্রাণ বাঁচাতে বড় পদক্ষেপ। জঙ্গলের পশু, পাখিরা যাতে আরও নিরাপদে থাকতে পারে, তাদের যাতে কেউ বিরক্ত না করে, তার জন্য বড় পদক্ষেপ করল অসম সরকার (Assam Chief Minister's Office)। হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) অফিসের তরফে জানানো হয়েছে, এবার অসমের কাজিরাঙা অভয়ারণ্যকে (Kaziranga National Park) আরও বড় করা হচ্ছ। অর্থাৎ কাজিরাঙা অভয়ারণ্যের সীমানার পরিধি বিস্তৃত করা হচ্ছে।

৪৭,০০০ হেক্টর জুড়ে যে কাজিরাঙা অভয়ারণ্যের ব্যপ্তি, তাকে আরও বিস্তৃত করা হচ্ছে বেশ কিছু এলাকাকে সংযুক্ত করে। কাজিরাঙা অভয়ারণ্যের ব্যাপ্তি বাড়াতে যে গ্রামগুলিতে এর সঙ্গে নতুন করে সংযুক্ত করা হচ্ছে সেগুলি হল, গাপাল জরনি, গোনাইতাপু, জোবরে, থুতে চাপোরি, বালিগাঁও, বিশ্বনাথ ঘাট, উমাতামণি, গাখিরখাইতে, শিলঘাট এবং হাতিমুরা। অসমের এই গ্রামগুলিকে কাজিরাঙা অভয়ারণ্যের সঙ্গে নতুন করে যুক্ত করা হচ্ছে। এই নিয়ে ষষ্ঠবার কাজিরাঙা অভয়ারণ্যের বিস্তৃতির কাজ শুরু করল অসম সরকার।

দেখুন কাজিরাঙা অভয়ারণ্যের সীমানা বৃদ্ধি নিয়ে কী জানানো হল...

 

রিপোর্টে প্রকাশ, ৪৭ হাজার হেক্টর থেকে কাজিরাঙা অভয়ারণ্যের সীমা বৃদ্ধি করে তা ৪৭,৩০৬ হেক্টর করা হচ্ছে। অসম মন্ত্রিসভা (Assam Cabinet) ইতিমধ্যেই এই সম্প্রসারণের বিষয়ে অনুমতি দিয়েছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে জায়গা পাকাপোক্ত করতেই এই উদ্যোগ। সেই সঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রেখে পশু, পাখিরা যাতে নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারে, তার উদ্যোগ নেওয়া হয়েছে অসম সরকারের তরফে।