আমেদাবাদ, ১৩ সেপ্টেম্বর: গুজরাটের ১৭তম মুখ্যমন্ত্রী হিসেবে শপখ নিলেন ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel)। গান্ধীনগরের লোকসভা কেন্দ্র অন্তর্গত ঘাটলোদিয়া বিধানসভার বিজেপি বিধায়ক ভূপেন্দ্র প্যাটেল হলেন রাজ্যের ১৭তম মুখ্যমন্ত্রী (Gujrat CM Bhupendra Patel) । শনিবার বিজয় রূপানি (Vijay Rupani) মুখ্যমন্ত্রী পদে ইস্তফার পর, গতকাল তাঁর জায়গায় ভূপেন্দ্র প্যাটেলের নাম ঘোষণা করে রাজ্য বিজেপি। আজ, সোমবার দুপুর তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন।
দেখুন টুইট
Bhupendra Patel sworn-in as 17th Chief Minister of Gujarat
Read @ANI Story | https://t.co/6qgcY951YI#BhupendraPatel #GujaratCM pic.twitter.com/KhWkgPewZT
— ANI Digital (@ani_digital) September 13, 2021
গুজরাটের পতিদার সম্প্রদায়ের মধ্যে ভূপেন্দ্র প্যাটেলের (Bhupendra Patel) দারুণ প্রভাব রয়েছে৷ আসন্ন বিধানসভা নির্বাচনে এই পতিদারদের প্রভাবিত করেই গুজরাটের ভোট বৈতরণী পার করতে বদ্ধপরিকর বিজেপি৷ শনিবার বিজয় রূপানির পদত্যাগের পরে ভূপেন্দ্র প্যাটেল নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন সোমবার বিকেলে৷ তিনিই হলেন বিজেপি শাসিত গুজরাটের চতুর্থ মুখ্যমন্ত্রী৷ এর আগে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত ও ত্রিবেন্দ্র সিং রাওয়াত পদত্যাগ করেছিলেন৷ আরও পড়ুন: আগামী বছরেই ফের আকাশে উড়বে জেট এয়ারওয়েজ-র বিমান
এদিকে আজই গুজরাটের ১৭-তম মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন সমর্থকদের “দাদা” ভূপেন্দ্রভাই রজনীকান্থভাই প্যাটেল৷ অতি সাধারণ একজন দলীয় বিধায়ককে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব সত্যিই আশ্চর্য জনক৷ রবিবার বিধানসভার বৈঠকেই ৫৯ বছরের ভূপেন্দ্র প্যাটেলকে মুখ্যমন্ত্রীর পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলের একনিষ্ঠ সমর্থক তথা আপাদমস্তক ভদ্রলোক ভূপেন্দ্রভাই প্যাটেলকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে বিধানসভার বৈঠকে৷
আগের রবিবার পর্যন্ত ভূপেন্দ্র প্যাটেল একজন সাধারণ বিধায়ক ছিলেন৷ যিনি নিজের কেন্দ্রের দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন৷ তিনি গত বিধানসভাতে ভোটেই প্রথমবার জিতে বিধায়ক হয়েছিলেন। ২০১৭ গুজরাট বিধানসভা নির্বাচনে তিনি অমিত শাহ-র কেন্দ্র গান্ধীনগর লোকসভা আসনের অন্তর্গত ঘাটলোদিয়া কেন্দ্র থেকে ১ লক্ষ ১৭ হাজার ভোটে জিতেছিলেন কংগ্রেসের শক্তিকান্ত প্যাটেলের বিরুদ্ধে।