ভূজ, ১৮ ফেব্রুয়ারি: গত সপ্তাহের সোমবার গুজরাতের ভূজের (Bhuj, Gujrat) এক কলেজের হস্টেলের মেয়েদের উপর ঘটে যায় এক নক্কারজনক ঘটনা। ছাত্রীরা ঋতুমতী কি না তা নিশ্চিত করতে তাঁদের জামা কাপড় খুলে নগ্ন করে চলে পরীক্ষা। আর এই লজ্জাজনক ঘটনায় নাম জড়ায় কলেজ কর্তৃপক্ষের। জানা যায় হস্টেল কর্তৃপক্ষই ছাত্রীরা ঋতুমতী কি না তা পরীক্ষা করতে সেদিন তাঁদের বিবস্ত্র (Nacked) করেছিল। আর এই সবটাই হয় হস্টেলের প্রধান রামিলাবেনের (Ramilaben) উপস্থিতিতে। উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষিকারাও। যে ঘটনায় গত সপ্তাহের শনিবার গ্রেফতার করা হয় গুজরাতের ওই কলেজ হস্টেলের প্রধান (Hostel Rector) রামিলাবেনকে।
ঘটনার পরেই পাঁচ সদস্যের কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেয় কচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে কমিটির শীর্ষে ছিলেন কলেজের ভারপ্রাপ্ত উপাচার্য দর্শনা ঢোলাকিয়া (Darshana Dholakia)। গত বৃহস্পতিবার কলেজে গিয়ে কথাও বলেন কমিটি সদস্যরা। এই ঘটনায় অবশেষে গত শনিবার গ্রেফতার হন শ্রী সহজানন্দ গার্লস ইনস্টিটিউটের হস্টেল প্রধান। তিনি ছাড়াও গ্রেফতার হয়েছেন রীতা রানিগা (৩৮) কোঅর্ডিনেটর অনিতা চোহান (৪৯), হস্টেল সুপারভাইজার রমিলা হিরানি (২৯) এবং পিওন নয়না গোরাসিয়া (৪০)। এঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪৮ এবং ৩৪৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। কচ পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) (Special Investigation Team) এঁদের গ্রেফতার করেছে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত হয়ে প্রত্যেকের। আরও পড়ুন: Coronavirus Shield Ready For Pre-Clinical Tests: পুনের পরীক্ষাগারে তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন, এখন শুধু ট্রায়ালের অপেক্ষা
ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, এই ঘটনার সূত্রপাত হয় যখন সোমবার হস্টেলের বাগানে একটি ব্যবহৃত প্যাড (Pad) পড়ে থাকতে দেখা যায়। তখনই কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় ‘অপরাধী’-কে খুঁজে বের করতে সবাইকে পরীক্ষা করে দেখা হবে। এই ঘটনায় বিক্ষিপ্ত অভিভাবকরা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেন।