সাতপুরা ভবনের আগুন নিয়ে এবার যড়যন্ত্রের তত্ব উস্কে দিলেন মধ্যপ্রদেশের কংগ্রেস প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। মঙ্গলবার তিনি জানান, "এটি দুর্নীতির আরও একটি উদাহারণ।এই আগুন লেগেছে না লাগানো হয়েছে?এটাই হচ্ছে প্রশ্ন। যতদূর জানা যাচ্ছে ১২ হাজার ফাইল পুড়ে গেছে বলে দাবি তাদের।কিন্তু আসলেই কতগুলি ফাইল জ্বলেছে?এর পেছনে উদ্দেশ্য কি?এটি একটি গুরুত্বপূর্ণ দুর্নীতির সঙ্গে জড়িত বিষয়, এটার তদন্ত কোন স্বনিয়ন্ত্রিত এজেন্সির মাধ্যমে হওয়া উচিত।"

সোমবার দুপুরে আগুন লাগে সাতপুরা ভবনের তৃতীয় তলায়। আগুন ছড়িয়ে পড়ে ছয় তলাতে।জেলা কালেক্টর, সিআইএসএফ এবং সেনা তৎপরতায় নিয়ন্ত্রনে আসে আগুন।ঘটনার জেরে উচ্চ পর্যায়ের আলোচনা হতে পারে বলে জানা গেছে মুখ্যমন্ত্রীর দফতর থেকে।