ভোপাল, ১৪ সেপ্টেম্বর: টিকিট চেয়ে বিপাকে বাস কন্ডাক্টর। বাসের মধ্যে টটিকিট কাটুনট বলে এনসিসি কর্মীর কাছে মার খেলেন কন্ডাক্টর। বাসে চড়লেও, টিকিটের ১৫ টাকা দেবেন না বলে কন্ডাক্টরকে এক নাগাড়ে চড়, থাপ্পড় মারতে শুরু করেন এনসিসি কর্মী। ভোপালের এমন একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। বাসের ভিতর সিসিটিভি ক্যামেরা থাকায়, ঘটনা পরে প্রকাশ্যে আসে।
ভোপালের (Bhopal) ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই পুরসভার তরফে পদক্ষেপ করা হয় অভিযুক্ত এনসিসি কর্মীর বিরুদ্ধে। পাশাপাশি প্রহৃত বাস কন্ডাক্টর প্রদীপ মালব্যও ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের করেন এফআইআর।
তবে এই প্রথম নয়, এর আগেও বাসের উপর হামলার ঘটনা ঘটে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গান্ধীনগরে। গত ১৯ জুলাই গান্ধীনগর থেকে বোগডা সেতুতে যাওয়ার সময় একটি বাসের উপর পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। যা প্রকাশ্যে আসতেই অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর।