Bhojpuri Actor Pawan Singh with Home Minister Amit Shah. (Photo Credits:X)

Pawan Singh: ঘরে ফিরেই সরাসরি ভোটে প্রার্থী নয়। বরং কিছুটা অপেক্ষা করে বড় পুরস্কারের অপেক্ষা করতে বলল বিজেপির শীর্ষ নেতৃত্ব। স্ত্রী-র বিস্ফোরক অভিযোগ, সহ অভিনেত্রীকে অশ্লীলভাবে স্পর্শ কাণ্ডে বিপাকে থাকা পবন সিং-কে এত বিতর্কের মাঝে বিহারে প্রার্থী করছে না বিজেপি। হীতে-বিপরাীত হওয়ার ভয়ে পবনকে আপাতত তাঁকে শুধু কিছু জায়গায় প্রচারের কাজেই লাগাতে চায় গেরুয়া শিবির। একের পর এক বিতর্কে চাপে থাকা পবন তাই জনপ্রতিনিধি হতে অপেক্ষার রাস্তাতেই হাঁটলেন। ভক্তদের উদ্দেশ্যে ভোজপুরী তারকা অভিনেতা পবন সিং জানালেন, তিনি আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। তিনি বিজেপির প্রকৃত সৈন্য হিসাবেই কাজ করবেন। প্রার্থী হওয়ার জন্য তিনি বিজেপিতে যোগ দেননি বলেও সোশ্যাল মিডিয়ায় দাবি করেন পবন।

প্রার্থী হওয়া নিয়ে কী জানালেন পবন সিং

এক্স প্ল্য়াটফর্মে এই ভোজপুরী তারকা লেখেন, "আমি, পবন সিং, আমার ভোজপুরী সমাজকে জানাতে চাই যে আমি বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলে যোগ দিইনি এবং বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনও ইচ্ছাও আমার নেই। আমি দলের একজন সত্যিকারের সৈনিক এবং তাই থাকব।" বিহার ভোটের মুখে বিজেপিতে ফেরায় অনেকে ধরেই নিয়েছিলেন, তিনি কারাকাটের কোনও একটি কেন্দ্র থেকে প্রার্থী হবেন। যে কারাকাট থেকে গত বছর নির্দল হয়ে দাঁড়িয়ে হারলেও বেশ ভাল ভোট পেয়ে বিজেপি সমর্থিত প্রার্থীকে তিন নম্বরে ঠেলে দিয়েছিলেন।

আসানসোল থেকে পবনকে গত লোকসভায় প্রার্থী করেছিল, তবে তিনি শুরুতেই সরে দাঁড়ান

কদিন আগেই বিজেপিতে ফিরেছেন ভোজপুরী সিনেমা ইন্ডাস্ট্রির বিতর্কিত তারকা পবন সিং। যে পবনকে গত বছর লোকসভা নির্বাচনে আসানসোল থেকে প্রার্থী করার পর বড় বিতর্ক হয়েছিল। বাংলার আসানসোলে প্রার্থী হওয়ায় সোশ্য়াল মিডিয়ায় তাঁকে নিয়ে তীব্র সমালোচনা হওয়ায় পবন সরে দাঁড়িয়েছিলেন। এরপর ভোজপুরী নায়ক-গায়ক এই তারকা তাঁর নিজের ঘরের কেন্দ্র বিহারের কারাকাট থেকে প্রার্থী হয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বর কাছে আব্দার করেছিলেন। কিন্তু জোট ধর্ম রক্ষার দায়ে সেই কেন্দ্রটি এনডিএ-র শরিক দলের নেতা উপেন্দ্র কুশওয়াকে ছাড়তেই হত বিজেপিকে।

গত বছর লোকসভায় নির্দল হয়ে লড়ে হারলেও ভাল ভোট পেয়েছিলেন তিনি

তাই পবনের প্রার্থী হওয়ার দাবি অনিচ্ছা সত্ত্বেও ফিরিয়ে দেয় পদ্মশিবির। সেই রাগে বিজেপি ছেড়ে বেরিয়ে এসে নির্দল প্রার্থী হয়েই ভোটে লড়েছিলেন ভোজপুরী চটুল গানের সম্রাট পবন। ভোটে ভাল ভোট পেয়ে হারের প্রায় বছর দেড়েক পর তাঁর পুরনো দলেই কদিন আগে ফেরেন পবন সিং। অমিত শাহ-র পাশে দাঁড়িয়ে ছবি তুলে বিজেপির প্রতি আনুগত্যও দেখান। বিহারে বিধানসভায় নয়, পবনকে হয়তো লোকসভায় পাঠাতেই চাইছে বিজেপি।