চলছে তল্লাশি অভিযান (ছবিঃANI)

নয়াদিল্লিঃ দিনের পর দিন ভারতে অবৈধভাবে বসবাস। সম্প্রতি দেশের (India) বিভিন্ন অংশ থেকে পাকড়াও বাংলাদেশি নাগরিকরা (Illegal Bangladeshi nationals)। অবৈধভাবে এদেশে বসবাস, নথি জাল করার অভিযোগ উঠছে তাঁদের বিরুদ্ধে। অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্র। এবার হরিয়ানার ভিওয়ানিতেঁ এলাকায় এলাকায় তল্লাশি অভিযানে নামল প্রশাসন। এলাকায় কোথাও বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছেন কিনা তা খুঁজে বের করার জন্য সরকারি নথি ঘেঁটে দেখল পুলিশ। মঙ্গলবার সকালে ভিওয়ানির দাদরি রোডের বিভিন্ন এলাকায় ক্যাম্প করে এই কর্মসূচি শুরু করেছে পুলিশ।

অনুপ্রবেশ আটকাতে তৎপর প্রশাসন, জারি তল্লাশি অভিযান

এই বিষয়ে এক সরকারি আধিকারিক বলেন, "আমরা আধার কার্ডগুলো যাচাই করছি এবং সেগুলো অনলাইনে নিশ্চিত করছি। সকাল ৫টা থেকে এই সার্চ অপারেশন চালাচ্ছি। আমরা কিছু সন্দেহজনক ব্যক্তিকে খুঁজে পেয়েছি, যার মধ্যে ছয়জন পুরুষ এবং চারজন মহিলা রয়েছে। আমরা তাদের নথিপত্রগুলি বিস্তারিতভাবে যাচাই করব, এবং তাঁদের বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বর্তমানে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের নথি যাচাই করছি। আমরা সতর্ক আছি, এবং আমরা প্রতিটি অবৈধ অভিবাসীকে খুঁজে বের করবো।" উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর বাংলা, বিহার, গুজরাট-সহ দেশের বিভিন্ন এলাকায় দিনের পর দিন ধরে অবৈধভাবে বসবাস করছেন অনুপ্রবেশকারীরা। কোথাও কোথাও গড়ে উঠেছে বস্তি। সেখানেই পাকাপাকিভাবে বসবাস করছেন তাঁরা। এই ধরনের অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতেই অভিযান শুরু কেন্দ্রের।

ভারতে ঢুকে পাকাপাকিভাবে বাস, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজে সকাল সকাল তল্লাশি অভিযানে প্রশাসন