অমৃতসর, ১৭ জানুয়ারি: পাঞ্জাবের (Punjab) হোসিয়ারপুরে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) চলাকালীন রাহুল গান্ধীকে জড়িয়ে ধরেন এক ব্যক্তি। ভারত জোড়ো যাত্রার মাঝে রাহুলকে যখন ওই ব্যক্তি জড়িয়ে ধরেন, সঙ্গে সঙ্গে তাঁকে সরিয়ে দেন কংগ্রেস কর্মীরা। রাহুল গান্ধীকে যখন ওই ব্যক্তি জড়িয়ে ধরেন, তখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যা নিয়ে শোরগোল শুরু হলে মুখ খোলেন কংগ্রেস সাংসদ। রাহুল গান্ধী বলেন, এক ব্যক্তি তাঁর কাছে এসে তাঁকে জড়িয়ে ধরেন। কেন ওই ঘটনাকে নিরাপত্তায় ঘাটতি বলা হচ্ছে, তা জানা নেই। ভারত জোড়ো যাত্রায় বহু মানুষের আবেগ, ভালবাসা জড়িয়ে। ওই ঘটনায় তারই বহিঃপ্রকাশ ঘটে বলে মন্তব্য করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।
Punjab | I could see a person who came to hug me, I don't know why you are calling it a lapse. There is a lot of enthusiasm in this Yatra and it happens. Security people checked him & he was just excited: Rahul Gandhi in Hoshiarpur https://t.co/P5wTKFvu8e pic.twitter.com/KuWSQ35kNj
— ANI (@ANI) January 17, 2023
আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ভারত জোড়ো যাত্রা শুরু করেন রাহুল গান্ধী। কেরল থেকে শুরু করে জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, রাজস্থান-সহ ভারতের একাধিক রাজ্য ঘুরে আপাতত পাঞ্জাবে রয়েছেন রাহুল গান্ধী। হোসিয়ারপুরে রাহুল যখন ভারত জোড়ো যাত্রা শুরু করেন, সেখানেই তাঁকে জড়িয়ে ধরতে দেখা যায় এক ব্যক্তি।