জম্মু, ২৪ জানুয়ারি: এবার ভারত জোড়ো যাত্রায় দেখা গেল ঊর্মিলা মাতন্ডকরকে (Urmila Matondkar)। ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) যখন জম্মুতে (Jammu) পৌঁছয়, সেখানে রাহুল গান্ধীর সঙ্গে দেখা যায় বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রীকে। জম্মুর কড়া শীতে রাহুল গান্ধীর (Rahul Gandhi) কাধে কাধ মিলিয়ে ভারত জোড়ো যাত্রায় হাঁটতে দেখা যায় বলিউড অভিনেত্রীকে। রাহুল গান্ধীর সঙ্গে ঊর্মিলা মাতন্ডকরকে হাঁটতে দেখে, সেই ছবি ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত, বিয়ের পর কংগ্রেসে যোগ দেন ঊর্মিলা মাতন্ডকর। পরে কংগ্রেসে ছেড়ে শিবসেনায় যোগ দেন অভিনেত্রী। তবে শিবসেনায় যোগ দিলেও এবার রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় হাঁটতে দেখা যায় ঊর্মিলা মাতন্ডকরকে। দেখুন...
#BharatJodoYatra में शामिल हुईं प्रसिद्ध अभिनेत्री @UrmilaMatondkar
देश से प्यार करने वाले, देश जोड़ने की मुहिम से जुड़ रहे हैं। pic.twitter.com/rHeBM90k9t
— Congress (@INCIndia) January 24, 2023
প্রসঙ্গত ভারত জোড়ো যাত্রা শুরুর পর থেকে একের পর এক অভিনেতা, অভিনেত্রীকে রাহুল গান্ধীর পাশে হাঁটতে দেখা যায়। অভিনেত্রী পূজা ভাট থেকে শুরু করে একাধিক তারকা রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যাত্রার সমর্থনে রাস্তায় নামেন। এবার সেই তালিকায় যোগ হল ঊর্মিলা মাতন্ডকরের নামও।