Photo Credit: Twitter@ANI Twitter@INCIndia

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা শনিবার রাজধানী দিল্লিতে প্রবেশ করেছে। আজ সকালে বদরপুর সীমান্ত থেকে যাত্রা দিল্লিতে প্রবেশ করে। জল্পনা ছিল এ দিন ভারত জোড়ো যাত্রায় যোগ দিতে পারেন দক্ষিণী অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসান। সকলকে চমকে দিয়ে রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় পা মেলালেন তিনি। দেখুন সেই ছবি-

আজ সকালে বদরপুর সীমান্ত দিয়ে যাত্রা দিল্লিতে প্রবেশ করে। ভারত জোড়ো যাত্রা চলাকালীন, রাহুল গান্ধী সকালে আশ্রম চকে অবস্থিত জয়রাম আশ্রমের সিয়ারাম দরবার পরিদর্শন করেন।তারপর রাজ ঘাটে সহ অন্যান্য সমাধিস্থলে  মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধীকেও শ্রদ্ধা জানাবেন। বিকেলে রাহুল গান্ধী হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরগায় পৌঁছে চাদর অর্পণ করেন।পদযাত্রার শেষে কমল হাসান এবং রাহুল গান্ধী একমঞ্চে কী বললেন অভিনেতা রাজনীতিবিদ, জানতে  ভিডিও টি দেখুন