Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

গুয়াহাটি, ২৪ জানুয়ারি: ভারত জোড়ো ন্যায় যাত্রার (Bharat Jodo Nyay Yatra) মাঝে ফের অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী। হিমন্ত বিশ্ব শর্মাকে আক্রমণ করে রাহুল (Rahul Gandhi) অভিযোগ করেন, দেশের অন্যতম দুর্নীতিগ্রস্থ মুখ্যমন্ত্রী অসমের হিমন্ত বিশ্বশর্মা। রাজ্য জুড়ে ঘৃণা ছড়ানোই অসমের মুখ্যমন্ত্রী কাজ বলে কটাক্ষ করেন রাহুল। তিনি আরও বলেন, ভারত জোড়ো ন্যায় যাত্রাকে থামানোর জন্য ২-৩বার চেষ্টা করেছেন হিমন্ত বিশ্বশর্মা। যদিও কোনওভাবেই অসমে ভারত জোড়ো ন্যায় যাত্রাকে হিমন্ত বিশ্বশর্মা থামাতে পারেননি বলে মন্তব্য করেন কংগ্রেস সাংসদ। পাশাপাশি তিনি আরও বলেন, ভারত জোড়ো ন্যায় যাত্রাকে রোখা যাবে না কারণ রাহুল গান্ধী কাউকে ভয় পায় না। হিমন্ত বিশ্বশর্মা হন কিংবা নরেন্দ্র মোদী বা অমিত শাহ, তিনি কাউকে ভয় পান না বলে মন্তব্য করেন রাহুল।

আরও পড়ুন: Rahul Gandhi: 'আরও FIR দায়ের করতে পারে অসম পুলিশ', কটাক্ষ রাহুলের

ধুবরিতে জনসভা চলাকালীন রাহুল গান্ধী আরও বলেন, দ্বিতীয়বার ভারত জোড়ো যাত্রায় তাঁরা ন্যায় শব্দ জুড়েছেন। ভারতবর্ষ জুড়ে ঘৃণার পরিবেশ ছড়িয়েছে। যেখানে আইনের শাসন চলে না, সেখানেই ঘৃণার পরিবেশ এভাবে হু হু করে ছড়িয়ে পড়ে বলে কটাক্ষ করেন রাহুল।