Mohan Bhagwat: বাম শাসিত কেরলের (Kerala) মাটিতে দাঁড়িয়ে বড় ঘোষণা রাষ্ট্রীয় স্বয়ং সেবক (RSS) প্রধান প্রধান মোহন ভাগবতের। আর কোনও রাখঢাকা নয়, এবার ভারতকে হিন্দুরাষ্ট্র ঘোষণা নিয়ে বড় দাবি করলেন আরএসএস প্রধান ভাগবত। সনাতন ধর্মের জাগরণের জন্য হিন্দু রাষ্ট্র অনিবার্য বলে দাবি করলেন সংঘ প্রধান। "যোগী অরবিন্দ বলেছিলেন, সনাতন ধর্মের মধ্যে থেকেই ভগবানের উদয় হবে। সেই সনাতনীর উদয়ের জন্যই হিন্দু রাষ্ট্র অপরিহার্য বলে কোচিতে এক সভায় মোহন ভাগবত দাবি করলেনন। ভাগবত বললেন, "আধুনিক দুনিয়ায় প্রয়োজন যোগী অরবিন্দের দূরদৃষ্টির। আর তাই আমাদের জানতে হবে ভারত আসলে কী।"
"ভারত হল নামবাচক বিশেষ্য (Proper Noun)"
এরপর মোহন ভাগবত বলেন, "ভারত হল নামবাচক বিশেষ্য (Proper Noun)। এটার অনুবাদ হয় না। ইন্ডিয়া হল ভারত, এটা সত্য়ি। কিন্তু ভারত ভারতই, তাই আমরা বলা কিংবা লেখার সময়, ভারতকে ভারত বলেই অ্য়াখা দেবো। ভারতকে ভারত রাখতেই হবে। ভারতের স্বত্ত্বাকে বিশ্বের সব জায়গায় শ্রদ্ধা করা হয়, কারণ এটা 'ভারত'। আপনি যদি আপনার পরিচয় হারিয়ে ফেলেন, তবে আপনার যতো গুণই থাকুক না কেন, এই পৃথিবীতে আপনি কখনও সম্মান বা নিরাপত্তা পাবেন না। এটাই আসল নিয়ম।"
#WATCH | Kochi, Kerala: RSS Chief Mohan Bhagwat, says, "...Bharat is a proper noun. It should not be translated. 'India that is Bharat' is true. But Bharat is Bharat, and that is why, while writing and speaking, we should keep Bharat as Bharat... Bharat must remain Bharat. The… pic.twitter.com/J2J3upetSG
— ANI (@ANI) July 27, 2025
কেরলের মাটিতে দাঁড়িয়ে হিন্দু রাষ্ট্র, আর ইন্ডিয়া নয় ভারত নিয়ে সরাসরি নিজের কথা জানালেন মোহন ভাগবত। সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে উল্লেখ থাকা নিয়ে অবশ্য কোনও কথা বলেননি সংঘ প্রধান।