নয়াদিল্লিঃ কথাতেই আছে বাঙালির পায়ে সরষে লাগানো। অর্থাৎ ঘুরতে ভালবাসেন তাঁরা। আর এ বার সেই সব ভ্রমণপিপাসু বাঙালির জন্য বিশেষ উদ্যোগ IRCTC-এর। চলতি বছরের ২৪ শে জুন থেকে নতুন ট্রেন নিয়ে হাজির IRCTC। যার নাম ভারত গৌরব এক্সপ্রেস (Bharat Gaurav Train )। একটি সম্পূর্ণ ভ্রমণ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। হরিদ্বার, ঋষিকেশ, মথুরা এবং বৃন্দাবন সব মিলিয়ে ভারতের ছয়টি তীর্থস্থানে ভ্রমণ করাবে এই বিশেষ ট্রেন। মোট ৮ রাত্রি ৯ দিনে এই ৬ স্থানে ভ্রমণ করাবে ট্রেনটি। জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি। এ ছাড়া মালদহ টাউন,বারহারওয়া, কিষাণগঞ্জ সহ আরও ৭ স্টেশন থেকে এই ট্রেনে ওঠা এবং নামা যাবে। মোট ৯ দিনের এই ভ্রমণের জন্য স্লিপার নন-এসিতে খরচ ১৭,৯০০ টাকা এবং থ্রি টায়ার এসির খরচ ২৯,৫০০ টাকা। যাত্রীদের জন্য থাকছে ৫ বেলা খাবারের ব্যবস্থা থাকছে। তবে তা সম্পূর্ণ নিরামিষ। এ ছাড়া যাত্রীদের সুবিধার্থে প্রতিট কামড়ায় থাকবেন একজন করে সিকিউরিটি, দু'জন ক্লিনিং স্টাফ ও একজন করে ট্যুর গাইড। IRCTC-এর প্রধান সহকারী শ্যাম প্রসাদ বলেন, "দেশের মধ্যে পর্যটনের প্রচারের লক্ষ্যে IRCTC কলকাতা ভারত গৌরব ট্রেন চালু করছে। এই ট্রেনটি যাত্রীদের টিকিটে প্রায়৩৩% ছাড় দেবে।"
দেখুন ভিডিয়ো
Saharsa, Bihar: The Chief Assistant Shyam Prasad of IRCTC states,"IRCTC Kolkata is launching the Bharat Gaurav Train with the objective of promoting tourism within the country. This train will offer passengers approximately a 33% discount on tickets." pic.twitter.com/LG8xyAljqI
— IANS (@ians_india) June 7, 2024