Bharat Controversy : 'দেশ ভারত ছিল, ভারত থাকবে', প্রেসিডেন্ট অফ ভারত বিতর্কে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর
Photo Credit Wikipedia

দেশ আয়োজিত হতে চলেছে জি ২০ সম্মেলন। সেই নিয়ে ইতিমধ্যেই সাজো সাজো রব দিল্লিতে। সেই উপলক্ষ্যেই কংগ্রেসকে ডিনারের জন্য আমন্ত্রন জানানো হয়েছিল রাষ্ট্রপতি ভবনের তরফে। সেই আমন্ত্রন পত্রের শীর্ষে লেখা ছিল "প্রেসিডেন্ট অফ ভারত"। বিতর্কের সূত্রপাত এখান থেকেই। কংগ্রেসের অভিযোগ, এখন যুক্তরাষ্ট্রে আক্রমনও করা হচ্ছে বলে অভিযোগ করেন কংগ্রেস মুখপত্র জয়রাম রমেশ।

সেই অভিযোগের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানান, "তাঁদের সবকিছু নিয়েই সমস্যা, আমি এই নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমি একজন ভারতবাসী, আমার দেশের নাম ভারত ছিল, এবং সবসময় ভারতই থাকবে।যদি কংগ্রেসের কোন সমস্যা থাকে তাহলে কংগ্রেস এর জন্য কোন নিরাময় খুঁজে নিক।"

এদিন "প্রেসিডেন্ট অফ ভারত" এর পরিপ্রেক্ষিতে কংগ্রেস জানায় যে, " অনুচ্ছেদ ১ ইন্ডিয়ার সংবিধান বলে, ভারত, যেটা ছিল ইন্ডিয়া, ইউনিয়ন অফ স্টেসস হবে।কিন্তু সেই ইউনিয়ন অফ স্টেটসই এখন আক্রমনের মুখে।"

সূত্র থেকে জানা গিয়েছে সামনে ১৮ থেকে ২২ সেপ্টেমবর অবধি বিশেষ অধিবেশনে ইন্ডিয়া সমন্ধীয় কিছু বিল পাশ করা হতে পারে।