জি ২০ উপলক্ষ্যে রাষ্ট্রপতি ভবন থেকে দেশের বিভিন্ন প্রান্তের রাজনৈতিক নেতা ব্যক্তিত্বদের কাছে পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র। আর সেই আমন্ত্রণ পত্রকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। এবার সেই ইস্যুতেই কেন্দ্রকে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানান যে, নাম পরিবর্তন দেশের সংবিধান পরিবর্তনের একটি প্রথম পদক্ষেপ।
একটি সাক্ষাৎকারে অধীর রঞ্জন চৌধুরী জানান, বিজেপি ইন্ডিয়া জোট নিয়ে সন্ত্রস্ত্র।এছাড়াও তিনি জানান যে সরকারের যদি ব্রিটিশ শাসনের ওপর সমস্যা থাকে তাহলে রাষ্ট্রপতি ভবনও তুলে দিতে পারেন।
তিনি আরও জানান যে, "আপনি কেন বলছেন না মহামহিম ভারত।কেন আপনি লিখছেন "প্রেসিডেন্ট অফ ভারত" আমার মনে হয় তাঁরা ইন্ডিয়া শব্দ নিয়ে আতঙ্কিত।যখন থেকে ইন্ডিয়া জোট তৈরী হয়েছে তখন থেকেই প্রধানমন্ত্রীর ইন্ডিয়া শদ্বের প্রতি ঘৃণা বেড়েছে।যদি ব্রিটিশ শাসন নিয়ে তাদের সমস্যা হয় তাহলে রাষ্ট্রপতি ভবন তাদের ত্যাগ করা উচিত।কেননা এটা আগে ভাইসরয়ের হাউজ ছিল।এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে তিনি হিন্দু নামটিও পরিবর্তনের কথা জানান, যদি তারা বহিরাগত সংক্রান্ত সমস্ত কিছু পরিবর্তন করতে চান। "
"আপনি কি খেলো ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া বলবেন না। আমাদের ভারত শব্দটি নিয়ো কোন সমস্যা নেই। আমি শুধু এটাই বলতে চাই যে, তাদের প্রথমে হিন্দু শব্দটি পাল্টানো উচিত।কেননা এটাও বিদেশী দের দ্বারা দেওয়া এবং এখান থেকেই ইন্ডিয়া শব্দটি এসেছে।বিপ্লবী হওয়ার চেষ্টা করবেন না।এগুলি সবই সংবিধান পরিবর্তনের একটি সংকেত। তারা সংবিধানের প্রথম শব্দটি বাদ দিতে চান।যেটা বলে, ইন্ডিয়া যেটা ভারত।"
“First step towards changing Constitution”: Adhir Ranjan Chowdhary amid ‘India vs Bharat’ row
Read @ANI Story | https://t.co/LIcKdKBtR3#PresidentOfBharat #adhirranjanchowdhury #ConstitutionOfIndia #G20SummitDelhi pic.twitter.com/CQHKcePsQ1
— ANI Digital (@ani_digital) September 6, 2023