Covaxin: সুখবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল ভারতের কোভ্যাক্সিন
Covaxin (Photo Credit: File Photo)

দিল্লি, ৩ নভেম্বর: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অনুমোদন পেল কোভ্যাক্সিন (Covaxin)। জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন।

কোভ্যাক্সিনের অনুমোদন কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে দেওয়া হচ্ছে না, তা নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা শুরু হয়। কোভ্যাক্সিন অনুমোদন না পেলে, ভারত থেকে ইউরোপ, আমেরিকার মতো দেশগুলিতে এ দেশের নাগরিকরা প্রবেশ করতে পারছিলেন না। ফলে ভারতীয়দের পাশাপাশি এ দেশের পড়ুয়াদেরও বেশ সমস্যা পড়তে হচ্ছিল।

আরও পড়ুুন: Dengue: দেশজুড়ে বাড়ছে ডেঙ্গি, দেশের ৯ রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ দল পাঠাল কেন্দ্রীয় সরকার

বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) একাধিকবার কেন্দ্রের কাছে আবেদন জানায়। ভারতীয় (Indian) পড়ুয়ারা কেন বিদেশে যেতে পারবেন না কোভ্য়াক্সিন নিয়ে, তা নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।