নতুন দিল্লি, ৪ মে: ২-১৮ বছর বয়সিদের মধ্যে কোভ্যাক্সিন বুস্টার (Covaxin Booster) ডোজের ট্রায়াল (Trials) চালানোর জন্য আবেদন করল ভারত বায়োটেক (Bharat Biotech)। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI) কাছে তারা এই আবেদন করেছে বলে সূত্র জানিয়েছে। ইতিমধ্যেই ২-১৮ বছর বয়সিদের মধ্যে কোভ্যাক্সিন টিকার ট্রায়াল হয়েছে। সম্প্রতি, ভারত বায়োটেক ৬-১২ বছর বয়সিদের মধ্যে কোভ্যাক্সিন টিকার জরুরি ব্যবহারের অনুমোদন (EUA) অনুমোদন পেয়েছে। ২-৫ বছর বয়সি শিশুদের মধ্যে ব্যবহারের জন্যও তারা আবেদন করেছে। কিন্তু সাবজেক্ট এক্সপার্ট কমিটি (SEC) এই বিষয়ে আরও তথ্য চেয়েছে।
ভারত বায়োটেক হল ভারতের প্রথম সংস্থা যারা ২-১৮ বয়সের মধ্যে বুস্টার ডোজের ট্রায়াল চালানোর জন্য ডিসিজিআই (DCGI)-র থেকে অনুমতির জন্য আবেদন করেছে। আরও পড়ুন: RBI: রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, তিন বছরে প্রথমবার বৃদ্ধিতে সেনসেক্সে বিপুল পতন
বর্তমানে, কোভ্যাক্সিন টিকার দুটি ডোজ ১৫-১৮ বছর বয়সিদের দেওয়া হচ্ছে। আর ১৮ বছরের বেশি বয়সিদের টিকার একটি সতর্কতা ডোজ দেওয়া হচ্ছে।