বেঙ্গালুরু, ১০ সেপ্টেম্বর: এবার প্রকাশ্যে এক ইউটিউবারকে (YouTuber) হুমকি দিলেন বেঙ্গালুরুর অন্য এক ব্লগার। শুধু তাই নয়, নিজেকে শহরের অন্যতম 'বদমেজাজি' লোক বলেও দাবি করেন হুমকি দেওয়া ইউটিউবার। দীপিক গাডিগাপ্পা নামের ওই ইউটিউবার অন্য একজনকে যেমন হুমকি দেন তেমনি পরিণতি ভুগতে হবে বলেও সুর চড়ান। নিজেকে মন্ত্রীর ছেলে বলে পরিচয় দেওয়া দীপ গাডিগাপ্পা আরও বলেন, তিনি হোয়াইটফিল্ডে থাকেন। প্রয়োজনে সেখানে লোক পাঠানো হোক। তবে তিনি কাউকে ভয় পান না বলে প্রকাশ্যে অপর ইউটিউবারকে হুমকি দেন দীপক।
এরপরই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। দীপক গাডিগাপ্পা এবং অন্য ইউটিউবার যেভাবে একে অপরের দিকে তীর ছুঁড়ছেন, তাতে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে শহরে। বেঙ্গালুরু (Bengaluru) পুলিশ (Police) যাতে বিষয়টির দিকে নজর দেয় এবং জরুরি ভিত্তিতে পদক্ষেপ করে, সে বিষয়েও পুলিশকে আর্জি জানান বহু মানুষ। এরপরই বেঙ্গালুরু পুলিশের তরফে দীপক গাডিগাপ্পাকে গ্রেফতার করা হয়। কাডুগোডি এলাকা থেকে দীপক গাডিগাপ্পাকে পুলিশ গ্রেফতার করে।
দেখুন হুমকি দেওয়া দীপক গাডিগাপ্পার ভিডিয়ো...
Spreading hate online? We are here to remind you that our city thrives on kindness, not cruelty. Speak up for respect or face the consequences! #WeServeWeProtect pic.twitter.com/6DWS1LXGWb
— ಬೆಂಗಳೂರು ನಗರ ಪೊಲೀಸ್ BengaluruCityPolice (@BlrCityPolice) September 9, 2024
সাধারণ মানুষের মধ্যে ভয়, ভীতি সঞ্চারের অভিযোগেই দীপ গাডিগাপ্পাকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয় পুলিশের তরফে।