Woman Sexual Assault by an unidentified man on a deserted street (Photo Credits: X)

বেঙ্গালুরু, ৬ এপ্রিলঃ অন্ধকার রাস্তার সুযোগ নিয়ে এক তরুণীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বেঙ্গালুরুর (Bengaluru) ফাঁকা রাস্তায় তরুণীর উপর পিছন থেকে ঝাঁপিয়ে পড়লেন যুবক। তরুণীর সঙ্গে ছিলেন তাঁর এক বান্ধবীও। কিছুক্ষণের ধ্বস্তাধস্তি পর তাঁদের চিৎকারের জেরে পালিয়ে যান অভিযুক্ত।

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর এক নির্জন রাস্তায়। বৃহস্পতিবার, ৩ এপ্রিল গভীর রাতে দুই তরুণী ওই এলাকা দিয়ে আসছিলেন। পথে তাঁদের পিছু নেন অজ্ঞাত পরিচয়ের এক যুবক। অন্ধকার এবং নির্জন গলির সুযোগ নিয়ে এক তরুণীর উপর পিছন থেকে ঝাঁপিয়ে পড়েন অভিযুক্ত যুবক। টেনে হিঁচড়ে তরুণীর উপর নিজের বল প্রয়োগ করার চেষ্টা করেন যুবক। অপর তরুণী ভয়ে পেয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে না গিয়ে যুবকের সঙ্গে লড়ে যান। ছাড়ানোর চেষ্টা করেন বান্ধবীকে। দুজনের চিৎকারে স্থানীয় লোকজনের জড়ো হওয়ার ভয়ে পালিয়ে যান অভিযুক্ত। গলির মোড়ে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে নির্যাতনের গোটা ঘটনা।

নির্জন রাস্তায় তরুণীর শ্লীলতাহানিঃ

এই ঘটনা ঘিরে এখনও কোন অভিযোগ দায়ের হয়নি বলেই জানা গিয়েছে। তবে সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের। সেই সিসিটিভি ফুটেজ নেটপাড়াতেও ছড়িয়ে পড়েছে। রাতের বেলা নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কেন নির্জন এলাকায় উপযুক্ত আলো কিংবা পুলিশি পাহাড়া থাকবে না, জবাব চাইছে বেঙ্গালুরুবাসী। এদিকে নির্যাতিতা তরুণী এখনও কোন অভিযোগ দায়ের করেনি। সেই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, নির্যাতিতা যদি কোন অভিযোগ দায়ের না করেন তাহলে পুলিশই স্বতঃপ্রণোদিত ভাবে ঘটনার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করবে।