বেঙ্গালুরু, ৩০ জুনঃ বেঙ্গালুরুতে ফের লিভ-ইন পার্টনার (Live-in Partner) খুনের ঘটনায় চাঞ্চল্য। আবর্জনার ট্রাকের ভিতর থেকে উদ্ধার হল মহিলার দেহ। সহবাস সঙ্গী বছর ৩৩-এর শামসুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, মহিলাকে খুন করে মৃতদেহটি একটি ব্যাগে ভরে বাইকে করে প্রায় ২০ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে একটি আবর্জনার ট্রাকে ফেলে এসেছিলেন তিনি। মৃতদেহ উদ্ধারের ২০ ঘন্টার মধ্যেই গ্রেফতার হন অভিযুক্ত লিভ-ইন পার্টনার।
আরও পড়ুনঃ ফুটন্ত কড়াইয়ে পড়ল শিশু সন্তান, ঝলসে গেল সর্বাঙ্গ, যন্ত্রণায় ছটফট করে মৃত্যু
পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার নাম আশা। তিনি দক্ষিণ বেঙ্গালুরুর নিকটবর্তী হুলিমাভু এলাকার বাসিন্দা। বয়স ৪০। মহিলার স্বামী মারা গিয়েছেন। বিধবা আশা গত দেড় বছরেরও বেশি সময় ধরে বছর ৩৩-এর শামসুদ্দিনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। চার মাস আগে তাঁরা দুজনে একসঙ্গে থাকা শুরু করেন। এলাকায় নিজেদেরকে বিবাহিত দম্পতি হিসাবেই পরিচয় দিয়েছিলেন তাঁরা। দুজনের মধ্যে নিত্য অশান্তির জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ।
বেঙ্গালুরুতে সহবাস সঙ্গীকে খুন
রবিবার ভোরে দক্ষিণ বেঙ্গালুরুর কোরমঙ্গলায় একটি ময়লা ফেলার ট্রাকে পড়ে থাকা মৃতদেহটি প্রথম চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। তৎক্ষণাৎ তাঁরা পুলিশে খবর দেন। মহিলার পা দুটি গলার সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার হয় দেহটি। তাঁর পরনে একটি বেসরকারি সংস্থার টি-শার্ট এবং প্যান্ট ছিল। তবে কোনও অন্তর্বাস ছিল না। জানা যাচ্ছে, খুনের ঘটনাটি শনিবার রাতে ঘটেছে।
এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। এরপরেই গ্রেফতার হন শামসুদ্দিন। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।