নয়াদিল্লিঃ মেয়েদের নিরাপত্তা কোথায়? সম্প্রতি কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Medical College and Hospital) মহিলা চিকিৎসক খুনের ঘটনায় বারবার একটাই প্রশ্ন উঠছে। উত্তাল শহরের রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া (Social Media)। একটাই প্রশ্ন 'নিরাপত্তা।' আর এরই মাঝে বেঙ্গালুরুতে ঘটে গেল একটি ঘটনা। যা আবারও প্রশ্নের মুখে ফেলল নিরাপত্তাকে। তবে এ বার হাসপাতাল নয়, কাঠগড়ায় একটি ক্যাফে। অভিযোগ, ওই ক্যাফের (Cafe) মহিলাদের শৌচাগারে (Toilet) লুকিয়ে রাখা ছিল একটি মোবাইল। আর তাতে অন করা ছিল রেকর্ডিং। এমনভাবে সেই মোবাইল লুকানো ছিল যে বোঝা কঠিন। শৌচাগারের ভিতরে যাবতীয় গতিবিধি রেকর্ করা হত এই লুকানো ক্যামেরা দিয়ে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর একটি অত্যন্ত নাম করা ক্যাফের একটি আউটলেটে। এক তরুণী ইনস্টাগ্রামের মাধ্যমে এই গোটা বিষয়টি সামনে আনেন। এই পোস্টে তিনি দাবি করেন, বেঙ্গালুরুর একটি ক্যাফেতে তিনি গিয়েছিলেন। সেই সময় এক মহিলা বাথরুম থেকে বেরিয়ে এসে বলেন সেখানে লুকানো ক্যামেরা রয়েছে। রীতিমতো হইচই পড়ে যায়। জানা গিয়েছে, একটি ব্যাগের মধ্যে ভরে ডাস্টবিনের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল মোবাইলটি। ফ্লাইট মোড করা ছিল সেটি। আর ২ ঘণ্টা ধরে মোবাইলে রেকর্ডিং চলছিল। জানা ওই ক্যাফের এক ২০ বছরের কর্মী এই ঘটনা ঘটিয়েছে। এরপরই পুলিশ তাকে গ্রেফতার করে। তথ্য প্রযুক্তি আইনে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে। ক্যাফেটির তরফে সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার জন্য ক্ষমা চাওয়া হয়েছে। এবং অভিযুক্তকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলেও খবর।
Woman's 'Horrific' Experience At Bengaluru Cafe: Phone In Washroom With Video Recording Onhttps://t.co/vqUbBPjtvA
— TIMES NOW (@TimesNow) August 10, 2024