বেঙ্গালুরু: আগামীকাল অর্থাৎ মঙ্গলবার অদ্ভুত এক ঘটনার সাক্ষী হতে চলেছেন কর্নাটকের (Karnataka) রাজধানী বেঙ্গালুরুর (Bengaluru) মানুষ। ঠিক দুপুর ১২টা বেজে ১৭ মিনিটে শহরে কোনও উল্লম্ব বস্তু (vertical objects) বা সোজাসুজি দাঁড়িয়ে থাকা কোনও জিনিসের ছায়া (shadows) দেখা যাবে না। অবিশ্বাস্য এই ঘটনা যে দিনে ঘটে তাকে ছায়াহীন দিন (Zero Shadow Day) বলে ডাকা হয়। আর আগামীকাল সেই দিনেরই সাক্ষী হতে চলেছেন বেঙ্গালুরুর মানুষ।
ইতিমধ্যে এই অদ্ভুত ঘটনার সাক্ষী থাকার জন্য বেঙ্গালুরুর কোরামঙ্গলায় (Koramangala) অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের (Indian Institute of Astrophysics) ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের আয়োজন করার হয়েছে। ইতিমধ্যেই বেঙ্গালুরুর বেশিরভাগ বাসিন্দা এই বিষয়ে ছায়াহীন দিনের ছবি টুইট করতে শুরু করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অংশে এমন ঘটনা ঘটতে পারে। বেঙ্গালুরুর ক্ষেত্রে এটিই হচ্ছে। মঙ্গলবারের পাশাপাশি আগামী ১৮ আগস্টও এই ঘটনা ঘটছে। এই ঘটনার পিছনে রয়েছে সূর্যের অবস্থানের কারণ। সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখন মাটির সঙ্গে ৯০ ডিগ্রিতে থাকা কোনও বস্তুর ছায়া দেখা যায় না। সেটি বস্তুর তলায় ঢেকে যায়। আর সেই কারণেই একে বলা হয় ছায়াহীন অবস্থা। যে দিনে এটি ঘটে, তাকে ছায়াহীন দিন বলা হয়। আরও পড়ুন: Anand Mohan Singh: বিহারে প্রাক্তন সাংসদ আনন্দ মোহন সিং সহ ২৭ জন জেলবন্দিকে মুক্তি
Tomorrow 25/04/2023 we are going to observe the Zero Shadow Day. Sun will be directly overhead in Bangalore at Noon. If we have Vertical reference such as a pole, at 12:17pm Sun will be overhead and as a result there will be no shadow of the reference pole. pic.twitter.com/bqOGCSWdjO
— ASSOCIATION OF BANGALORE AMATEUR ASTRONOMERS(ABAA) (@abaaonline) April 24, 2023