Representational Image (Photo Credit: X)

বেঙ্গালুরু, ১ সেপ্টেম্বর: মহিলাদেল হস্টেল (Women's PG) বা পিজি ভেঙে ঢুকে গেল এক যুবক। মুখে মাস্ক পরে মহিলাদের পিজি ঢুকে পড়ে ওই যুবক। মহিলাদের পিজি ভেঙে ঢুকে ওই যুবক যা করে, তা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠবে আপনার। নিরাপত্তা থাকা সত্ত্বেও ওই যুবক কীভাবে মহিলাদেরপিজিতে ঢুকে পড়ে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বেঙ্গালুরুর (Bengaluru) গঙ্গোত্রী সার্কেলের একটি পিজিতে এমনই এক শিউরে ওঠা ঘটনা ঘটে যায়। গত ২৯ অগাস্ট অর্থাৎ শুক্রবার ওই ঘটনা ঘটে। বেঙ্গালুরুর গঙ্গোগত্রী সার্কেলের একটি পিজিতে ঢুকে বছর ২৩-এর এক তরুণীকে যৌন হেনস্থা করে মুখোশধারী।  পিজির ভিতরেও ওই তরুণীকে হেনস্থা করা হয়। তারপর নগদ আড়াই হাজার টাকা চুরি করে সেখান থেকে মুখোশধারীকে পালিয়ে যেতে দেখা যায়।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগ পাওয়ার পরপরই ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। জানা যায়, ২৯ অগাস্ট পিজিতে ঢুকে ওই মহিলাকে ঘরে একা পেয়ে তাঁর যৌন হেনস্থা করে মুখোধারী। কখনও ওই তরুণীর পা চেপে ধরে। আবার কখনও পা টেনে ধরে নখের আঁচড় বসাতে শুরু করে। এরপর ওই তরুণী অ্যালার্ম বাজাতে গেলে, ছুরি দেখিয়ে তাঁকে ভয় দেখাতে শুরু করে ওই যুবক। পুলিশের চোখে চমকে ওঠা সিসিটিভি ফুটেজ পড়তেই, তা নিয়ে শুরু হয় শোরগোল।

গত ২ মাস আগেই ওই পিজির উদ্বোধন হয়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে দেখেই সেখানে মহিলারা থাকতে সুরু করেন। হঠাৎ করে সেখানে কীভাবে ওই মুখোশধারী ঝুকে পড়ল, তা খতিয়ে দেখছে পুলিশ।