বেঙ্গালুরুর (Bengaluru) রাস্তায় ভি়ডিয়ো বানিয়ে গ্রেফতার এক বছর ১৯-এর যুবক। বৃহস্পতিবার এমডি দিলাওয়ার নামে ওই যুবককে অশোকনগর থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, রাস্তায় বেরিয়ে লুকিয়ে সুন্দরী মহিলাদের ভিডিয়ো তুলে সেগুলিতে অশ্লীল মন্তব্য করে সামাজিক দুনিয়াতে আপলোড করত এই দিলাওয়ার। সম্প্রতি পুলিশে কয়েকজন তরুণী দিলবার জানি-০৭ নামে একটি ইনস্টাগ্রাম পেজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে দিলাওয়ারকে গ্রেফতার করে পুলিশ।
পড়াশুনো জন্য বেঙ্গালুরুতে এসেছিল মণিপুরের যুবক
জানা যাচ্ছে, দিলাওয়ারের ইনস্টাগ্রাম পেজ দিলবার জানি-০৭। দিলাওয়ার মণিপুরের বাসিন্দা। পড়াশুনোর জন্য বেঙ্গালুরুতে থাকছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে প্রকাশ্য রাস্তায় সুন্দরী মহিলাদের লুকিয়ে ভিডিয়ো বানাত দিলাওয়ার। পরে সেই ভিডিয়োর সঙ্গে মিউজিক দিয়ে অশ্লীল মন্তব্যের সঙ্গে আপলোড করত সে। স্বাভাবিকভাবেই ভিডিয়োগুলি ভাইরাল হত সোশ্যাল মিডিয়ায়। কয়েকজন মহিলা, যাঁদের অনুমতি না নিয়েই ভিডিয়ো বানিয়েছিল দিলাওয়ার, তাঁদেরও নজরে আসে।
গ্রেফতার অভিযুক্ত
আর তারপরই বেঙ্গালুরু পুলিশের কাছে বিভিন্ন থানায় এই পেজের বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ যুবকের খোঁজ শুরু করে। অবশেষে বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের ফোন থেকে অশ্লীল ভিডিয়োগুলি ডিলিট করা হয়। এবং তাঁর ফোন, ল্যাপটপ বাজেয়াপ্তও করা হয়।