দক্ষিণ আফ্রিকা এবং গ্রীসের সফর সেরে শনিবার সকালে বেঙ্গালুরুতে অবতরন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শনিবার হ্যালের এয়ারপোর্টে অবতরন করেন তিনি।নিজের এক্স হ্যান্ডেলে এবিষয়ে তিনিন লেখেন, "বেঙ্গালুরুতে অবতরন করলাম, ইসরোর বৈঞ্জানিকদের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি যারা চন্দারয়ন ৩ সাফল্যের মাধ্যমে দেশকে গর্বিত করেছে। তাঁদের কর্মনিষ্ঠা এবং কাজের প্রতি ভালবাসাই মহাকাশ ক্ষেত্রে আমাদের সাফল্যের কারণ।"
গ্রীসের সফর সেরে সোজা বেঙ্গালুরুতে অবতরন করেন তিনি যেখানে তিনি ইসরোর বৈ়জ্ঞানিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের অবতরনের সাক্ষী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সূদূর জোহার্নসবাগ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ঐতিহাসিক পদক্ষেপের সাক্ষী ছিলেন তিনি।
৪০ দিন যাত্রা করার পর বুধবার চাঁদের দক্ষিণ অংশে অবতরন করে ল্যান্ডার বিক্রম।
অগাস্টের ২১ তারিখ থেকে চারদিনের জন্য দক্ষিণ আফ্রিকা এবং গ্রীস সফরে ছিলেন প্রধানমন্ত্রী। গ্রীসে সফরের সময় সেখানকার প্রেসিডেন্টের তরফে প্রধানমন্ত্রীকে গ্রান্ড ক্রস অফ দ্যঅর্ডার অফ অনার ভাষণে ভূষিত করেন।
PM Modi lands in Bengaluru, says looking forward to meet exceptional ISRO scientists
Read @ANI Story | https://t.co/lBUldil6MS#PMModi #Bengaluru #isroscientists #ISRO pic.twitter.com/d6xeK7ZXIY
— ANI Digital (@ani_digital) August 26, 2023
#WATCH | Karnataka | Prime Minister Narendra Modi greets people on his way to ISRO Telemetry Tracking & Command Network Mission Control Complex in Bengaluru where he will meet scientists of the ISRO team involved in the #Chandrayaan3 Mission. pic.twitter.com/JUust0rtry
— ANI (@ANI) August 26, 2023