Photo Credit: PIxaBay

কর্ণাটকের বেঙ্গালুরুতে ছাত্ররা তাদের সেলফোন লুকিয়ে স্কুলে নিয়ে আসে এই অভিযোগ সামনে আসতেই ছাত্রদের ব্যাগ পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সেই পরীক্ষা করতে গিয়ে যা সামনে এসেছে তাতে বিস্মিত স্কুল প্রশাসনের আধিকারিকরা। অষ্টম, নবম ও দশম শ্রেণীর ছাত্রদের ব্যাগ পরীক্ষা করতে গিয়ে তা থেকে  কনডম, গর্ভনিরোধক, লাইটার, সিগারেট, হোয়াইটনার এবং নগদ জাতীয় জিনিস পাওয়া গেছে।

কর্ণাটকের ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল (Associated Managements of  Primary and Secondary Schools in Karnataka) স্কুলগুলিকে  ছাত্রদের ব্যাগ পরীক্ষা শুরু করতে বলাতে এই ঘটনা সামনে আসে। এই ঘটনায় কিছু স্কুল এ নিয়ে বিশেষ অভিভাবক-শিক্ষক সভা ডেকেছে। বিস্ময় প্রকাশ করতে গিয়ে কেউ কেউ অভিভাবকদের একসঙ্গে বসে শিশুদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে বলেছেন।

এই পুরো বিষয়টি বিবেচনা করে স্কুলগুলি সিদ্ধান্ত নিয়েছে যে ছাত্রদের সাসপেন্ড করে এই সমস্যার সমাধান করা যাবে না। যা নিয়ে অভিভাবকদের সঙ্গে যৌথ সভা করেছে স্কুলগুলো। নগরভবীর একটি স্কুলের অধ্যক্ষের কথায়, 'যখন আমরা বাচ্চাদের আচরণে এমন পরিবর্তন দেখলাম, অভিভাবকরা এবং আমরা সবাই সমানভাবে অবাক হয়েছি। শিক্ষার্থীদের মধ্যে এমন পরিস্থিতি দেখা গেলে তা সামাল দেওয়ার কথা ভেবেছিল স্কুলগুলো। যার জন্য স্কুলগুলি অভিভাবকদের নোটিশ জারি করেছে। কিন্তু এই নোটিশটি আগের থেকে একেবারেই আলাদা ছিল। এটি শিক্ষার্থীদের স্থগিত করার পরিবর্তে কাউন্সেলিং সুপারিশ করেছে। অধ্যক্ষ বলেন, “যদিও আমাদের স্কুলে কাউন্সেলিং সেশন রয়েছে। আমরা শিক্ষার্থীদের অভিভাবকদের বলেছিলাম যে বাচ্চাদের জন্য বাইরে থেকেও সাহায্য নিতে এবং ১০ দিন পর্যন্ত তারা ছুটি নিতে পারে।