কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট (Kaveri Water Manegment) অথোরিটির পক্ষ থেকে ৫ হাজার কিউসেক জল ছাড়ার প্রতিবাদে কৃষকদের ডাকা বন্ধে পূর্বের মতই সচল থাকবে বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের সমস্ত বাস এমনটাই জানানো হয়েছে সংস্থার এক্স হ্যান্ডেলের মাধ্যমে।
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য বেঙ্গালুরু পুলিশের তরফে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
কৃষক সংগঠন, কান্নাডা সংস্থা এবং বিরোধী সংগঠনের পক্ষ থেকে এই বনধ্ ডাকা হয়েছে। সেপ্টেমবরের ১৩ তারিখ থেকে ১৫ দিন পর্যন্ত তামিলনাড়ুকে ৫০০০ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে।
এই পরিস্থিতিতে বেঙ্গালুরু শহর জেলাশাসকের পক্ষ থেকে এই দিনটিতে স্কুল এবং কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শহর জুড়ে ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সরকারী বাস চালু থাকলেও বেসরকারী বাসের ক্ষেত্রে অনেকটাই সমস্যা দেখা দিতে পারে বলে জানা গেছে। তাই কোথাও যাওয়ার হাতে হাতে সময় নিয়ে বেরোনোর ব্যাপারে জানানো হয়েছে বিমানকর্তৃপক্ষের তরফে।
Bengaluru bandh over Cauvery row: BMTC buses to remain operational, auto drivers on strike
Read @ANI story | https://t.co/7SiDq7smaj#Cauverywaterrow #Bengalurubandh #strike pic.twitter.com/DeNux4z17l
— ANI Digital (@ani_digital) September 26, 2023