বিগত কয়েকদিন ধরে পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ পরিস্থিতি চলছিল। সেখানে পাকিস্তানের কার্যত ঘুম উড়িয়ে দিয়েছিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। যেখানে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকঘন্টার মধ্যে দুরমুশ হয়ে গিয়েছিল। সেখানে ভারতের ডিফেন্স সিস্টেমের ধারেকাছে পৌঁছাতে পারেনি কোনও পাকিস্তানি ড্রোন বা মিসাইল। রাশিয়ার তৈরি এস ৪০০ নিয়ে যখন দেশজুড়ে হইহই চলছে, তখনই ভারতীয় সংস্থা ভারত ইলেকট্রনিক লিমিটেড (Bharat Electronics Limited) অর্থাৎ বেল প্রকাশ্যে আনল একেবার দেশীয় প্রযুক্তিতে বানানো এয়ার ডিফেন্স সিস্টেস আকাশতির (Akashteer)। বিগত কয়েকদিন ধরে ভারতের ওপর পাকিস্তানি ড্রোন ও মিসাইল হামলার চেষ্টা ব্যর্থ করেছিল এই আকাশতির ডিফেন্স সিস্টেমও।

ভারতীয় প্রযুক্তিতে বানানো আকাশতির

এই কৃত্তিম বুদ্ধিমত্তা-চালিক ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় আকাশতির প্রতিরক্ষা ব্যবস্থা ঘুম উড়িয়েছিল পাকিস্তানি সেনাদের। এই ডিফেন্স সিস্টেমের মধ্যে ছিল না কোনও বৈদেশিক প্রযুক্তি। এমনকী বিদেশি কোনও স্যাটেলাইটের ওপর নির্ভর না করে ইসরোর বানানো আর্থ অবজারভেশন স্যাটেলাইটে ওপর নির্ভর করছে এই আকাশতির। এছাড়া যে নেভিকেশন সিস্টেম এর মধ্যে ইনস্টল রয়েছে, তা ভারতীয় প্রযুক্তি ন্যাভিক। নিজে নিজেই ক্ষেপনাস্ত্র লোড করার ক্ষমতা রয়েছে আকাশতিরের।

আকাশতিরের বৈশিষ্ট

এর বৈশিষ্টগুলির মধ্যে অন্যতম হল, শুধুমাত্র লং রেঞ্জের ডিটেক্ট করার পাশাপাশি মিড বা শর্ট রেঞ্চের ক্ষেপনাস্ত্র বা ড্রোনকে ধ্বংস করে দিতে পারে এই আকাশতির। এছাড়া একঝাঁক ড্রোনকে নিমেষে শেষ করারও ক্ষমতা রাখে এই সিস্টেম। অপারেশন সিঁদুরের পর ভারতে একের পর এক ড্রোন হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। যা মুহূর্তের মধ্যে শেষ করেছে আকাশতির