দিল্লি, ৮ জুলাই: এবার বিমানে (Flight) হামলা চালাল এক ঝাঁক মৌমাছি। ইন্ডিগোর সুরাট-জয়পুরের বিমানে হঠাৎ করেই মৌমাছি হানা দেয়। যার জেরে সুরাট-জয়পুরের বিমানের বাইরের ডানা ভারি হয়ে যায়। কোনওভাবে বিমানটিকে ওড়ানো যাচ্ছিল না। প্রায় এক ঘণ্টা ধরে সুরাট-জয়পুরের বিমানের (IndiGo Flight) ডানা পরিষ্কার করা হয়। কোনও মৌমাছি (Bees Attack) যাতে সেখানে থাকতে না পারে, তার জন্য করা হয় ব্যবস্থা। সুরাট থেকে ৪.২০ মিনিটে যে বিমানটির উড়ে যাওয়ার কথা ছিল জয়পুরের দিকে, সেটিকে থামিয়ে দেওয়া হয়। ৪.২০ মিনিটের পরিবর্তে সুরাট থেকে জয়পুরগামী বিমানটি ওড়ে বিকেল ৫.২৬ মিনিটে।
আরও পড়ুন: Flight attendant Quits job: 'আমি চাকরি ছাড়ছি' মাঝ আকাশে ঘোষণা বিমানসেবিকার, অবাক যাত্রীরা
দেখুন সেই ভিডিয়ো যেখানে বিমানের ডানা ছেকে ধরে মৌমাছির দল...
#Watch | Surat-Jaipur Flight Delayed By 1 Hour. Reason: Swarm Of Bees On Cargo Doorhttps://t.co/8wCpFV0mjg pic.twitter.com/KlUhIAIr11
— NDTV (@ndtv) July 8, 2025
রিপোর্টে প্রকাশ, সুরাট-জয়পুর বিমানে নির্দিষ্ট সময়ে যাত্রীরা উঠে যান। তাঁদের ব্যাগপত্রও তোলা হয়। ছাড়ার আগে দেখা যায়, বিমানের লাগেজ গেটের যে ডানা রয়েছে, সেখানে হামলা চালিয়েছে এক ঝাঁক মৌমাছি। বিমানের ডানাটি প্রায় কালো হয়ে যায় মৌমাছির হামলায়। এরপর শুরু হয় মৌমাছি তাড়ানোর প্রক্রিয়া। এক নাগাড়ে জল স্প্রে করে বিমানের লাগেজ গেট থেকে তাড়ানো হয় মৌমাছির ঝাঁক। কোনও মৌমাছি যাতে বিমানের ভিতরে প্রবেশ করতে না পারে, তার জন্য চেষ্টা চালানো হয় আপ্রাণ।
যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এরপর সুরাট থেকে জয়পুরগামী বিমানটিকে ৫.২৬ মিনিটে ওড়ানো হয়।