সঠিক সময়ে যাত্রীদের ব্যাগ না দেওয়ার কারণে এবার বেশ কিছু নির্দেশিকা জারি করল ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি । এই মর্মে বেশ কিছু বিমান সংস্থাকে চিঠিও পাঠিয়েছে তারা। ফেবরুয়ারী ১৬ তারিখে সাতটি বিমান সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, আকাসা, স্পাইস জেট, ভিস্তারা, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কানেক্ট, এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।
নিয়ম অনুযায়ী বিমানের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ১০ থেকে ৩০ মিনিটের মধ্যে সমস্ত ব্যাগ যাত্রীদের কাছে পৌছে যাওয়া উচিত।
২০২৪ সালে জানুয়ারী মাসে বিসিএওসের তরফে বেশ কিছু বিমানবন্দরে নজর রাখা হয়। যেখানে সঠিক সময়ে যাত্রীদের কাছে ব্যাগ পৌছাচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। বর্তমানে ৬ টি গুরুত্বপূর্ণ বিমনবন্দরে নজরদারী চালানো হয়েছে। বিসিএএসের পক্ষ থেকে ১০ দিনের সময় নির্ধারন করে দেওয়া হয়েছে ভুল শোধরানোর জন্য অন্যথা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
BCAS directs airlines to ensure on-time delivery of baggage at airports, warns of action
Read @ANI Story | https://t.co/My6yBXtNkz#BCAS #airlines #BaggageDelivery #CivilAviationMinistry pic.twitter.com/ounGyCSuAC
— ANI Digital (@ani_digital) February 18, 2024