প্রতীকী ছবি (Photo Credit: File)

নয়াদিল্লিঃ ব্যাটারি(Batteries), নখ(Nails), ব্লেড(Blade) কী নেই! ১৪ বছরের কিশোরের পেট থেকে উদ্ধার ৫৬ টি এই ধরনের জিনিস। অস্ত্রোপচারের (Operations)পর মৃত্যু হয়েছে ওই কিশোরের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) হাথরসে(Hathras)। মৃত কিশোরের নাম আদিত্য শর্মা। বেশ কিছুদিন ধরেই অসহ্য পেটে ব্যথায় ভুগছিল সে। বেশ কয়েকজন চিকিৎসকের কাছে নিয়েও যাওয়া হয় তাকে কিন্তু এই যন্ত্রণার আসল কারণ খুঁজে পাওয়া যায়নি। অবশেষে সফদরজং হাসপাতালের ডাক্তারেরা আসল কারণ খুঁজে বের করেন। পরীক্ষা করে দেখা যায় এই কিশোরের পেটের মধ্যে সাজানো অবস্থায় রয়েছে ব্লেড, নখ, ব্যাটারি ইত্যাদি। এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তাঁরা। অস্ত্রোপচারের পরই রক্তচাপ ও হৃদপিণ্ডজনিত সমস্যায় মৃত্যু হয় তার। ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে আদিত্যর বাবা সঞ্চিত শর্মা। কাঁপা কাঁপা গলায় সংবাদসংস্থা পিটিআইকে তিনি জানান, ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা করেছেন। এই ঘটনা কী করে ঘটল তা এখনও ভেবেই উঠতে পারছেন না তিনি।

পেটের মধ্যে সাজানো ৫৬ টি ব্যাটারি, ব্লেড, নখ, অস্ত্রোপচারের পর মৃত্যু কিশোরের