Bank Holidays (Photo Credit: X)

Banks Open or Close on Buddha Purnima? আজ বুদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমার দিনটি বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করা হয়। বৈশাখের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বুদ্ধ। সেই থেকেই এই তিথি বুদ্ধ পূর্ণিমা হিসাবে পূজিত হয়। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আজ সোমবার কি ব্যাঙ্ক বন্ধ থাকবে? শনিবার এবং রবিবার ব্যাঙ্ক ইতিমধ্যেই বন্ধ ছিল তাই সোমবারের জন্যে অনেকেই ব্যাঙ্কের কাজ জমিয়ে রেখেছিলেন। সপ্তাহের প্রথম দিনে বহু মানুষ তাঁদের প্রয়োজনীয় কাজ নিয়ে ব্যাঙ্ক যান। কিন্তু যাওয়ার পর যদি দেখা যায় ব্যাঙ্ক বন্ধ তাহলে শুধু শুধু ফিরে আসতে হয়। তাই আগে থেকেই যদি ব্যাঙ্ক বন্ধ কিনা জানা থাকে তাহলে সুবিধা হয় গ্রাহকদের। আজ সোমবার দেশের বেশ কয়েকটি স্থানে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) ছুটির তালিকা অনুযায়ী সোমবার, ১২ মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বেশ কিছু শহরের ব্যাঙ্ক বন্ধ। সেই তালিকা নীচে দেওয়া হল।

দেখুন আপনার শহরে ব্যাঙ্ক বন্ধ নাকি খোলা...

দিল্লি

কলকাতা

লখনউ

ভোপাল

নাগপুর

রায়পুর

আগরতলা

আইজল

বেলাপুর

দেরাদুন

ইটানগর

জম্মু

কানপুর

নয়াদিল্লি

রাঁচি

শিমলা

শ্রীনগর

স্থানীয় এবং জাতীয় উৎসবের উপর নির্ভর করে রাজ্যভেদে ব্যাঙ্ক ছুটির দিন ভিন্ন হয়। এছাড়া, দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং প্রতি রবিবার সমস্ত ব্যাঙ্কই বন্ধ থাকে।

অনলাইন পরিষেবাগুলি উপলব্ধঃ

ব্যাঙ্ক বন্ধ থাকলেও, গ্রাহকেরা ইন্টারনেট এবং মোবাইল ব্যাঙ্কিং পরিষেবাগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়া এটিএম পরিষেবাগুলি যথারীতি কাজ করবে।