আব্দুল ওরফে নেহা (ছবিঃX)

নয়াদিল্লিঃ রূপান্তরকামী নারী (Transgender Woman)সেজে প্রায় ২৮ বছর ধরে ভারতে বাস অবশেষে পুলিশের (Police) জালে বাংলাদেশি নাগরিক ভোপাল (Bhopal) থেকে গ্রেফতার আব্দুল কালাম ওরফে নেহা বর্তমানে ৩০ দিনের পুলিশি হেফাজতে অভিযুক্তপুলিশ সূত্রে খবর, ১০ বছর বয়সে ভারতে আসেন আব্দুল এরপর প্রায় ২০ বছর ধরে মুম্বইতে থাকার পর ভোপালে চলে আসেন নজর এড়াতে গত আট বছর ধরে ট্রান্সজেন্ডার নারীর পরিচয়ে ভোপালে থাকা শুরু করেন নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট-সহ একাধিক ভুয়ো নথি তৈরি করে নেন তিনি সেই জাল পাসপোর্ট ব্যবহার করে একাধিকবার বাংলাদেশেও গিয়েছেন আব্দুল

ফের পুলিশের জালে বাংলাদেশি নাগরিক

ভোপালের বুধওয়ারা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি তাঁকে নেহা কিন্নর বলেই চিনতেন স্থানীয়রা সম্প্রতি ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজে অভিযান শুরু করে মধ্যপ্রদেশ পুলিশ আর এই অভিযানেই ধরা পড়েন আব্দুল ওরফে নেহা পুলিশি জেরায় তিনি জানান, জাল নথি তৈরি করার জন্য একাধিক নেটওয়ার্কের সাহায্য নিয়েছেন তিনি ইতিমধ্যেই তাঁর মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে কল-লগ

রূপান্তরকামী নারী সেজে ২৮ বছর ধরে ভারতে বাস, অবশেষে পুলিশের জালে বাংলাদেশি যুবক