কোভিশিল্ড (Photo Credits: Twitter/@AdarPoonwalla)

নতুন দিল্লি, ১৯ জানুয়ারি: বাংলাদেশকে (Bangladesh) ২০ লক্ষ কোভিশিল্ড উপহার দিচ্ছে ভারত। আগামী কাল বুধবার সেই প্রতিষেধক পৌঁছে যাবে রাজধানী ঢাকার শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দরে। ভারত থেকে বিশেষ বিমান অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে বিশেষ বিমানে ঢাকায় পৌঁছাবে। ভ্যাকসিন নেওয়ার লক্ষ্যে গত নভেম্বর মাসে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সঙ্গে একটা চুক্তি করে বাংলাদেশ সরকার। তার ভিত্তিতেই বুধবার প্রথম দফার করোনা টিকা পৌঁছাবে সেখানে। এরপরে ভ্যাকসিন ফুরিয়ে গেলে ৬ মাস পরে ফের প্রতি মাসে সিরাম ইনস্টিটিউট থেকে ৫০ লক্ষ করে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। এই প্রতিষেধক আমদানি ও বন্টনের জন্য  বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ অ্যাডিমিনিস্ট্রেশন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডকে দায়িত্ব দিয়েছে।

গত বছরে ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশে যান। সেখানেই তিনি জানিয়েছিলেন, বাংলাদেশকে করোনার টিকা দেবে ভারত। এনিয়ে ইতিমধ্যেই ভারতের হাই কমিশন বাংলাদেশের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রককে চিঠি লিখেছে। এই প্রসঙ্গে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকুই জানিয়েছেন, সেদেশে ভ্যাকসিন সংরক্ষণ করবে জাতিসংঘের শিশু তহবিল। বাংলাদেশ যে ভারত থেকে কোভিশিল্ড ভ্যাকসিন আমদানি করতে চায় সে ব্যাপারে গত ৮ জানুয়ারি  সম্মতি দেয়। সেই মতো কাজ শুরু করে বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ অ্যাডিমিনিস্ট্রেশন। আরও পড়ুন-Crash To Death: সুরাটে ভয়াবহ পথদুর্ঘটনা, ১৫ জন ঘুমন্ত শ্রমিককে পিষে মারল বেপরোয়া ট্রাক

বিশ্বে নতুন করোনা আক্রান্তের সংখ্যার তুলনায় দৈনিক মৃত্যু বেড়েছে। আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৫৪ লক্ষ ৮৮ হাজার ৪২৪। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৫ কোটি ২৫ লক্ষ ৭৫ হাজার ৫১৯ জন। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ হাজার ২৯৩ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৩২ হাজার ৬৪৫। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩ লক্ষ ৮ হাজার ৩১৩। করোনায় এখন পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ২০ লক্ষ ৩৮ হাজার ৩২৫ জনের।