বিশ্বজুড়ে ভারতীয়রা অত্যন্ত আনন্দ এবং উৎসাহের সঙ্গে ৫ দিন ধরে চলা দিওয়ালি ও তার সঙ্গে সম্পর্কিত উৎসবগুলি উদযাপন করে। ১৪ বছর বনবাস ও  রাক্ষস রাজা রাবণকে পরাজিত ও হত্যা করারপর ভগবান রামের অযোধ্যায় প্রত্যাবর্তনের স্মরণে আলোর উৎসবে যেমন মেতে ওঠেন হিন্দু ধর্মাবলম্বীরা।  তেমনি এই দিনটি শিখদের জন্যও একটি মহান তাৎপর্য বহন করে,  কারণ ১৬১৯ সালের এই সময়ে শিখদের ষষ্ঠ গুরু,গুরু হরগোবিন্দ মুঘলদের বন্দীদশা কাটিয়ে গোয়ালিয়র থেকে অমৃতসরে ফিরে আসেন।

এই শুভ উপলক্ষটিকে স্মরণে রেখে  শিখরা "বন্দি ছোর" (বন্দীদের মুক্তি) দিবস হিসাবে উদযাপন করে।পাঞ্জাবের অমৃতসরে 'বন্দি ছোড় দিবস ' উদযাপনে নিহঙ্গ শিখরা প্রদর্শন করল তাদের ঘোড়ায় চড়ার বিভিন্ন কলাকৌশল ও  দক্ষতা । রইল সেই ভিডিও-