Ban On PFI (Photo Credit: File Photo)

তিরুবনন্তপুরম, ২৮ সেপ্টেম্বর:  PFI (পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া) কে নিষিদ্ধ করা হোক। দেশ জুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সদস্যদের ধরপাকড় নিয়ে যখন জোর শোরগোল শুরু হয়েছে, সেই সময় এই সংগঠনকে নিষিদ্ধ করার চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানাল কেরলের কংগ্রেস এবং ইন্ডিয়ান মুসলিম লিগ।

তবে PFI-এর পাশাপাশি RSS-কেও নিষিদ্ধ করা হোক বলে দাবি জানানো হয়েছে কেরলের কংগ্রেস এবং হাত শিবিরের সঙ্গী ইন্ডিয়ান মুসলিম লিগের তরফে।

আরও পড়ুন:  Moral Policing In Gujarat Video: 'লভ জিহাদের' প্রতিবাদের নামে নীতি পুলিশি বজরং দলের

ইন্ডিয়ান মুসলিম লিগের নেতা এম কে মুনীর বলেন, এই ধরনের ধর্মীয় মৌলবাদী সংগঠনগুলি কোরানের অপব্যাখ্যা করে সাধারণ মানুষের মধ্যে।  PFI -এর সদস্যরা যে শুধু দেশের যুব সমাজকে জঙ্গি সংগঠনে যুক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করছে তা নয়, সমাজে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঘৃণাও ছড়াতে শুরু করেছে।