নয়াদিল্লিঃ জেগে উঠেছে আগ্নেয়গিরি (Volcano)। মাঝ আকাশ থেকে ফিরতেঁ হল এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানকে। ন্দোনেশিয়ায় আচমকাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় দিল্লি বিমানবন্দরের ফিরতে হল এয়ার ইন্ডিয়ার এআই ২১৪৫ বিমানটিকে। জানা গিয়েছে, নিরাপদেই দিল্লিতে ফেরানো হয়েছে বিমানটিকে। যাত্রীদের হোটেলে রাখা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেংগারা প্রদেশে মাউন্ট লেওতোবি লাকি লাকি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় আকাহসে ছাইয়ের কুণ্ডলী ছড়িয়ে পড়ে। যার জেরে বিমান চলাচলে সমস্যা দেখা দেয়। শুধু এয়ার ইন্ডিয়ার বিমানই নয়, অন্যান্য বিমান সংস্থার বিমানগুলিকেও একই সমস্যার সম্মুখীন হতে হয়। উল্লেখ্য, গত ১২ জুনের পর থেকেই শিরোনামে এয়ার ইন্ডিয়া। গত বৃহস্পতিবার গুজরাটের আমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। এই দুর্ঘটনায় মৃত্যু হয় বিমানে সওয়ার ২৪১ জনের। প্রাণে বাঁচেন একজন যাত্রী। এছাড়া এই ঘটনায় মৃত্যু হয় মেঘানিনগরের মেডিকেল কলেজের হোস্টেলের ডাক্তার-সহ স্থানীয় কয়েকজনের।
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জেরে আকশে ভাসছে ছাইয়ের কুণ্ডলী, মাঝপথ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার বিমান
Bali-Bound Air India Flight Returns To Delhi Due To Volcanic Eruption https://t.co/rAKUuNiF6n pic.twitter.com/r6nFbwm0XZ
— NDTV (@ndtv) June 18, 2025