Representational Image (Photo Credit: X)

Balasore Horror: ওডিশার বালাসোরের (Balasore student selfimmolation case ) এক কলেজে বিভাগীয় প্রধান অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীর যৌন নির্য়াতনের অভিযোগ, তারপর নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনায় পুলিশের বড় পদক্ষেপ। আন্দোলনকারীদের চাপে শেষ পর্যন্ত বালাসোরের ফকির মোহন (স্বায়ত্তশাসিত) কলেজের নির্বাসিত প্রিন্সিপাল দিলীপ কুমার ঘোষ-কে গ্রেফতার করল বালাশোর পুলিশ (Balasore Police)। তাঁর বিরুদ্ধে অপরাধ ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। কলেজের বিভাগীয় প্রধান সমীর কুমার শাহু-র বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে প্রিন্সিপাল দিলীপ ঘোষের দ্বারস্থ হয়েছিলেন ২০ বছরের ছাত্রীটি। কিন্তু অভিযোগ জানিয়ে কোনও লাভ না হওয়ার হতাশায় কলেজের গেটের সামনে নিজের গায়ে পেট্রল ঢেলে মেয়েটি আত্মহত্য়া করতে যান। মেয়েটির গায়ে আগুন ধরে যাওয়ার পর বাঁচাতে ছুটে যায় একটি ছেলে।

মেয়েটির অবস্থা অত্যন্ত সঙ্কটজনক

আত্মহত্যার চেষ্টা করা মেয়েটির দেহের ৯০ শতাংশেরও বেশি জায়গা পুড়ে যায়। আর যে ছেলেটি বাঁচানোর চেষ্টা করে তার দেহ পুড়ে যায় ৭০ শতাংশ। তার শারীরিক অবস্থার অবনতি হলে বালাসোরের জেলা সদর হাসপাতাল থেকে ভূবনেশ্বরের এইমস-এ নিয়ে আসা হয়। গোটা দেশজুড়ে এই ঘটনা নিন্দা শুরু হয়ে যায়। গতকাল, রবিবার দুপুরে মেয়েটিকে দেখতে হাসপাতালে যান, এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

কী কী পদক্ষেপ নিয়েছে সরকার

যৌন হেনস্থার অভিযোগ ওঠা অধ্যাপক সমীর শাহু-কে গ্রেফতার করা হয়েছে। কর্তব্য গাফলতির অভিযোগে কলেজটির প্রিন্সিপাল দিলীপ ঘোষকে সাসপেন্ড করা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জাতীয় মহিলা কমিশন এই বিষয়ে ওডিশা সরকারের কাছে রিপোর্ট তলব করেছে।