Balasore Flood (Photo Credit: X/Screengrab)

ভুবনেশ্বর, ২৩ জুন: এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে ওড়িশার (Odisha) বিভিন্ন প্রান্তে। যার জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বালাসোরে (Balasore)। ওড়িশার বালাসোরে যেভাবে বন্যা পরিস্থিতি (Flood Situation) তৈরি হয়েছে, তার জেরে ৫০ হাজারের বেশি মানুষ দুর্গত। সেই সঙ্গে প্রাণ গিয়েছে বছর পচিশের এক য়ুবকের। বালাসোরের ৪টি ব্লকের পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। ফলে ৪টি ব্লকে বসবাসকারী ৫০ হাজারের বেশি মানুষ বন্যা কবলিত। তাঁদের পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। বালাসোরের যে ৪টি ব্লক বন্যা দুর্গত, সেখানকার মানুষদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। জোর কদমে চলছে উদ্ধার কাজ।

আরও পড়ুন: Flood Like Situation In Chandrokona Video: ভেঙেছে শিলাবতীর বাধ, গর্জনে ফুঁসছে নদী, প্লাবিত চন্দ্রকোনার বহু এলাকা, দেখুন ভিডিয়ো

দেখুন বন্যা কী পরিস্থিতি বালাসোরের...

 

এক নাগাড়ে বৃষ্টিতে সুবর্ণরেখা নদী (Subarnarekha River) ভয়াল রূপ নিয়েছে। আর সেই সুবর্ণরেখার গ্রাসেই ক্রমাগত পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে বালাসোরের। সুবর্ণরেখায় জল বেড়ে যাওয়ায় হঠাৎ বন্যা পরিস্থিতি তৈরি হয় বালাসোরের বিভিন্ন জায়গায়। যার মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থা ৪টি ব্লকের।

দেখুন বন্যার জেরে বালাসোরের কী পরিস্থিতি বর্তমানে...

 

বালাসোরের জলেশ্বরে প্রায় সব বাড়িই জলের তলায়। মানুষ কোথায় যাবেন, কী করবেন বুঝে উঠতে পারছেন না। ফলে বন্যা দুর্গতদের যাতে তড়িঘড়ি উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া যয়া, সেই চেষ্টা করা হচ্ছে ওড়িশা প্রশাসনের তরফে। তবে বালাসোরের যে নীচু এলাকাগুলি রয়েছে, সেখানকার পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। ফলে সুবর্ণরেখার জল সেখানে মানুষকে যেন গিলতে আসছে।