নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশের বাহারাইচে (Bahraich)ফের বন্যপ্রাণীর আতঙ্ক। তিন বছরের শিশুকে টেনে নিয়ে গেল নেকড়ে। আক্রান্ত আর এক বৃদ্ধা। আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। রবিবার সন্ধ্যায় কাইজারগঞ্জ এলাকায় বন্যপ্রাণীর আক্রমণে আহত হন এক মহিলা। এছাড়া বাহারাইচের নান্দওয়াল এলাকায় আক্রান্ত হন ৭০ বছরের এক বৃদ্ধ। এছড়া বন্যপ্রাণীর আক্রমণে আক্রান্ত হয়ে নিহত ২ শিশু। এছাড়া আহত হয়েছে আরও চার শিশু। একের পর এক এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই এলাকায় এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে বনকর্মীরা। কায়সারগঞ্জ এবং মাহসি এলাকায় চলছে অভিযান। ২০২৪ সালেই বাহারাইচ জুড়ে এই ধরনের আতঙ্ক ছড়ায়। সেবার বন্যপ্রাণীদের আক্রমণে ৬ জনের মৃত্যু হয়। জখম হন অনেকে। এলাকার বিভাগীয় বন আধিকারিক রাম সিং যাদব জানান ক্যামেরা এবং সৌরশক্তিচালিত সিসিটিভি ক্যামেরা দিয়ে এলাকায় এলাকায় বন্যপ্রাণীদের গতিবিধি শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। যে সব এলাকায় বন্যপ্রাণী থাকতে পারে সেখানে তিনটি খাঁচাও পেতেছে বনবিভাগের লোকজন।
বাহারাইচে ফের আতঙ্ক, বন্যপ্রাণীর আক্রমণের শিকার বৃদ্ধা ও শিশু
Bahraich villagers fear return of wolves after two children killed in wild animal attacks#UttarPradesh https://t.co/P5YGzKQ61E
— The Indian Express (@IndianExpress) September 14, 2025