আহত শিশু (ছবিঃX@IANS)

নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বাহারাইচে(Bahraich) ফের বন্য পশুর হামলা। এ বার একটি শিশুকে আক্রমণ। আপাতত গুরুতর জখম অবস্থায় হাসপাতালে(Hospital) ভর্তি সে। বিগত কয়েকমাস ধরে নেকড়ে(Wolf) আতঙ্কে দিন কাটছে বাহারাইচবাসীর। নেকড়ের আক্রমণে প্রাণ হারিয়েছেন অনেকেই। ইতিমধ্যেই বেশ কয়েকটি নেকড়েকে উদ্ধার করেছেন বন দফতরের কর্মীরা। এই ঘটনাতেও নেকরের যোগ থাকতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। আবার কেউ-কেউ বলছেন কুকুর কিংবা খরগোশের কাজ এটা। ডিএফও অজিত প্রতাপ সিং বলেছেন, "আহত শিশুর চিকিৎসা চলছে। ডাক্তারেরা পরিস্থিতি পরীক্ষা করছেন। আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন। মনে হচ্ছে মেয়েটিকে একটি কুকুর কামড় দিয়েছে। আমরা হাসপাতালেই আছি। সবটা খতিয়ে দেখা হচ্ছে।" সবমিলিয়ে এই ঘটনায় ফের বাহারাইচ জুড়ে আতঙ্কের ছায়া।

বাহারাইচে ফের হিংস্র পশুর হানা, গুরুতর জখম শিশু