বাহানাগা: ওড়িশার (Odisha) বালাসোরের (Balasore) বাহানাগা বাজার (Bahanaga Bazar) স্টেশনের কাছে গত ২ জুন ভয়াবহ দুর্ঘটনা (Odisha Train Accident) হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস-সহ তিনটি ট্রেনের। এর ফলে সরকারিভাবে ২৮৮ জনের মৃত্যু ও ১২০০ জনের বেশি জখম হওয়ার কথা জানানো হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটার পরেই দেশে-বিদেশে প্রচুর মানুষ বিভিন্নভাবে তাঁদের শোক প্রকাশ করেছেন। তবে বাহানাগার বাসিন্দাদের একাংশ মৃতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে যে অভিনব ঘটনা ঘটালেন তা মনে হয় কেউই কখনও ভাবতে পারেননি।
রবিবার বাহানাগায় দেখা গেল, সেখানকার স্থানীয় বাসিন্দাদের একাংশ ট্রেন দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে (tribute) নিজেদের মাথা ন্যাড়া (mass mundan) করার পাশাপাশি ১০ দিনের শেষকৃত্যের কাজ বা দশা পালন (Dash rituals) করলেন। সংবাদ সংস্থা পিটিআই-এর টুইটার পেজে তাঁদের এই কর্মসূচীর ভিডিয়ো পোস্ট হতেই নেটিজেনরা কুর্নিশ জানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২ জুন বালাসোর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত বাহানাগা বাজার স্টেশনের কাছে ভুল লাইনে ঢুকে গিয়ে একটি মালগাড়িতে ধাক্কা মারে শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। এর ফলে ট্রেনটির ১০-১২টি কামরা লাইনচ্যুত হয়ে অন্য ট্র্যাকে গিয়ে পড়ে। এর কিছুক্ষণ বাদে যশবন্তপুর থেকে হাওড়াগামী হামসফর এক্সপ্রেস এসে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেসে। এর ফলে করমণ্ডলের তিনটি কামরা বাদে সবগুলি কামরা লাইনচ্যুত হয়ে যায়। এর ফলে সরকারিভাবে ২৮৮ জনের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয়। বর্তমানে এই দুর্ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে। আর তারপরই বাহানাগা বাজার স্টেশনে কোনও ট্রেন থামবে না বলে ঘোষণা করা হয় রেলের তরফে। আরও পড়ুন: Maharashtra: দাদরে গাছে ধাক্কা দ্রুত গতির গাড়ির, ঘটনায় মৃত ২
দেখুন ভিডিয়ো:
VIDEO | The locals of Bahanaga observe a mass mundan (tonsuring) programme and Dasaha (10th day) rituals to pay tribute to the victims of #OdishaTrainAccident. pic.twitter.com/Tcr0W2uEV1
— Press Trust of India (@PTI_News) June 11, 2023