সম্প্রতি বদ্রীনাথ মন্দিরের মূল ফটক 'সিংহ দুয়ারে' ফাটল দেখা দিয়েছে। আর যা নিয়ে উদ্বিগ্ন মন্দির কর্তৃপক্ষ।বদ্রীনাথ মন্দিরের 'সিংহ দুয়ার' ১৭ শতকের দিকে নির্মিত হয়েছিল। এটি মূল মন্দির চত্বরের একটি অংশ। এর দুয়ারের কাঠামোর উভয় পাশেই বেশ কয়েকটি দেবমূর্তি স্থাপন করা আছে।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গত বছরের শেষের দিকে জোশীমঠে নেমে আসে বিপর্যয়ের ছায়া। ভয়াবহ ভূমিধসে ক্রমশ খারাপ পরিস্থিতির দিকে এগোয় জোশীমঠ। সেই এলাকার ফাটলের প্রভাব বদ্রীনাথে এসে পড়েছে। বদ্রীনাথ তীর্থে যেতে হলে জোশীমঠ ছুঁয়েই যেতে হয় এবং বদ্রীনাথ থেকে জোশীমঠ মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি দল ফাটলের পরীক্ষা-নিরীক্ষা করছে। চালানো হচ্ছে সমীক্ষাও। বৃষ্টি ও অন্য়ান্য় প্রাকৃতিক বিপর্যয়ে ফাটলগুলি দেখা দিয়েছে বলে জানিয়েছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্তারা।
মন্দির কমিটির সহ-সভাপতি, কিশোর পানওয়ার জানান, "আগেও মন্দিরে আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া(ASI) দ্বারা পরীক্ষা করা হয়েছিল এবং কিছু ছোটখাটো ফাটল পাওয়া গিয়েছিল। গত মাস থেকে মেরামতের কাজ করা হয়েছে। তবে এ এস আই জানিয়েছে যে মন্দিরের ভিত্তিটি মজবুত."
#WATCH | Badrinath, Uttarakhand: Repair work being carried out by the Archaeological Survey of India (ASI) in the Badrinath Temple.
Vice President of the Temple Committee, Kishor Panwar says, "Earlier it was checked by ASI and some minor cracks were found. The repair work has… pic.twitter.com/E1CnHe9SCE
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 15, 2023