আগামিকাল, বুধবার থেকে আয়ুষ্মান ভবঃ কর্মসূচীর সূচনা করতে চলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়া, দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার সহ বিভিন্ন সরকারী পদাধিকারী ও বিশিষ্টরা। বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রীরা এবং ঊর্ধ্বতন আধিকারিকরা ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেবেন। জেলা সদর, ব্লক সদর এবং বিভিন্ন গ্রামের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে জনপ্রতিনিধি এবং প্রকল্পের সুবিধাভোগীরাও ভার্চ্যুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন।
দেশের প্রতিটি গ্রাম ও শহরে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত প্রকল্পগুলির সফলভাবে পৌঁছে দিতে আয়ুষ্মান ভবঃ নামের একটি সর্বাঙ্গীন জাতীয় উদ্যোগ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রত্যেক নাগরিক যাতে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পান তা নিশ্চিত করতে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ‘সেবা পাখওয়াড়া’ পক্ষের আয়োজন করা হয়েছে।
দেখুন টুইট
President #DroupadiMurmu to inaugurate #AyushmanBhav campaign tomorrow.
This historic launch will take place through a virtual event, marking a significant leap towards achieving Universal Health Coverage and ensuring healthcare for all. pic.twitter.com/S6axVTHlBG
— All India Radio News (@airnewsalerts) September 12, 2023
আয়ুষ্মান ভবঃ কর্মসূচীর মাধ্যমে আয়ুষ্মান কার্ড এবং আভা পরিচয়পত্র দেওয়া হবে। সংক্রমিত নয় এমন রোগ, যক্ষ্মা এবং সিকল সেলের মত অসুখ ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্পগুলির বিষয়ে সচেতনতা গড়ে তোলা হবে।