Ayodhya Seer Paramhans Acharya (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৫ সেপ্টেম্বর: তামিলনাড়ুর মন্ত্রী উদয়ানিধি স্ট্যালিনের সনাতন ধর্ম নির্মূল মন্তব্যের জেরে এবার তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অযোধ্যার পরমহংস আচার্য। পরমহংস আচার্য বলেন, উদয়ানিধি শিরশ্ছেদের জন্য যদি ১০ কোটি পর্যাপ্ত না হয়, তাহলে তিনি পুরষ্কার মূল্য বাড়িয়ে দেবেন। কিন্তু সনাতন ধর্মের অপমান কিছুতেই সহ্য করবেন না বলে দাবি করেন পরমহংস আচার্য। এ দেশের যা উন্নতি হয়েছে, তা সনাতন ধর্মের জন্য। তাই তামিলনাড়ুর মন্ত্রী যে মন্তব্য করেন সনাতন ধর্ম নিয়ে, তার জন্য উদয়ানিধি স্ট্যালিনের ক্ষমা চাওয়া উচিত। তিনি ভারতবর্ষের ১০০ কোটি মানুষের বিশ্বাসে আঘাত করেছেন বলেও অভিযোগ করেন পরমহংস আচার্য।

যদিও তামিলনাড়ুর ক্রীড়া মন্ত্রী উদয়ানিধি স্ট্যালিন পালটা দাবি করেন, তিনি কোনও ধর্ম বিশ্বাসীদের বিশ্বাস আঘাত করেননি। বিজেপি তাঁর মন্তব্যকে অন্যরকমভাবে তুলে ধরছে। তিনি ধর্ম নয়, জাতপাতের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছেন বলে দাবি করেন উদয়ানিধি স্ট্যালিন।