লখনউ, ১৮ জানুয়ারি: আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্য়ে বাজি নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। তামিলনাড়ু থেকে উত্তরপ্রদেশের উন্নাওয়ের দিকে যাচ্ছিল ট্রাকটি। উন্নাওয়ের পূর্বা কোটওয়ালি গ্রামে প্রবেশ করতেই ট্রাকে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা যখন দাউ দাউ করে জ্বলতে শুরু করে, তখন স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে বাজি ভর্তি ট্রাকের বিস্ফোরণ প্রত্যক্ষ করে।
দেখুন ভিডিয়ো...
Truck Carrying Fireworks To #Ayodhya Catches Fire
Read Here: https://t.co/PVqOjmbzWu pic.twitter.com/371Lfmi6hu
— NDTV (@ndtv) January 17, 2024
শুধু তাই নয়, প্রায় ৩ ঘণ্টা ধরে ট্রাক থেকে একের পর এক বাজি বিস্ফোরিত হতে শুরু করে। কী কারণে ট্রাকে আগুন ধরে যায়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। এসবের পাশাপাশি ট্রাকের মালিক ঘটনা অস্বীকার করেন। তিনি বলেন, তাঁর যে ট্রাকটি তামিলনাড়ু থেকে উন্নাওয়ের দিকে যাচ্ছিল, সেটি বাহরিচে পৌঁছেছে। সেই ট্রাকে কোনও আগুন ধরেনি বলে মালিক দাবি করেন।