বৃহস্পতিবার মধ্যরাতে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করল রামলালার মূর্তি। ক্রেনের সাহায্যে প্রতিমা ভিতরে আনার আগে গর্ভগৃহে একটি বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। বিশ্ব হিন্দু পরিষদের মিডিয়া ইনচার্জ শরদ শর্মার শেয়ার করা ভিডিও থেকে গোটা ঘটনাটি চাক্ষুষ করা যায়। রীতি অনুযায়ী, ১৬ জানুয়ারি থেকে অযোধ্য়ায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠান অনুষ্ঠানের আচার পালন শুরু হয়েছে। ২২ জানুয়ারি রাম মন্দিরে রামলালার অভিষেক অনুষ্ঠান। তাঁর আগে রাম মন্দিরে প্রবেশ করলেন রামলালা।রামলালার মূর্তি রক্ষায় মোতায়েন করা হয়েছে এটিএস কমান্ডোদের। এছাড়া ২০০ জন পিএসি কর্মীও মোতায়েন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় ২০০ কেজি ওজনের রামলারা নতুন মূর্তি নিয়ে মন্দির চত্বর পরিক্রমার কথা ছিল। তবে ভারী ওজনের কারণে সিদ্ধান্ত পরিবর্তন হয়।তাঁর বদলে ১০ কেজি ওজনের রুপোর মূর্তি নিয়ে পরিক্রমা শেষ করা হয়। তানিয়েই প্রবেশ করা হয় মন্দিরে। বুধবার পবিত্র মূহূর্তে পুজো পাঠের মাধ্যমে শুরু হয়ে যায় বিশেষ পূজা। উপস্থিত ছিলেন শ্রী রাম জন্মভূ্মি তীর্থ ক্ষেত্রের ট্রাস্ট মেম্বার এবং পুরোহিত অনিল মিশ্র (Teerth Kshetra trust member and 'Yajman' Anil Mishr) । তাঁরা রাম মন্দিরের গর্ভগৃহে পবিত্র মুহূর্তে পুজো অনুষ্ঠিত করেন। ২২ জানুয়ারি অভিৎ মুহূর্তে হতে চলেছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। সেদিন বেলা ১২.২০ মিনিট থেকে ১.২০ মিনিটের মধ্যে হবে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা পর্ব। এই পর্ব হিন্দু রীতি অনুযায়ী পরিচালনার জন্য কাশী বিশ্বনাথের লক্ষ্মীকান্ত এম দিক্ষীতকে আনা হচ্ছে অযোধ্যায়।
#WATCH | Ayodhya, UP: The idol of Lord Ram was brought inside the sanctum sanctorum of the Ram Temple in Ayodhya.
A special puja was held in the sanctum sanctorum before the idol was brought inside with the help of a crane. (17.01)
(Video Source: Sharad Sharma, media in-charge… pic.twitter.com/nEpCZcpMHD
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 18, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)