Ayodhya Dham Railway Station Photo Credit: Youtube@Abhishektitu Vlogs

শ্রী রাম জন্মভূমি মন্দিরে রাম লালার 'প্রাণ প্রতিষ্ঠা  হওয়ার পর অযোধ্যা শহরে রামলালার দর্শন ও পূজার জন্য ভক্তদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। রাজ্যের পর্যটন দফতর জানিয়েছে, রামলালার দর্শন পেতে অযোধ্যায় আসা ভক্তের সংখ্যা গত বছরের তুলনায় দ্রুত বেড়েছে।সূত্রের খবর ২০২৪ এর ২২ জানুয়ারী থেকে ২০ মার্চ পর্যন্ত  ১ কোটি ১২ লক্ষ ভক্ত এসেছেন এই অযোধ্যা ধামে।

রাম মন্দির প্রতিষ্ঠার কিছু আগেই রাম মন্দিরে ভক্তদের আগমনের সুবিধার্থে অযোধ্যায় রেলওয়ে স্টেশন এবং একটি নতুন বিমানবন্দর তৈরি করা হয়েছিল। অযোধ্যা ধাম জাংশন রেলওয়ে স্টেশনটি রাম মন্দিরের আদলে তৈরি। তিন তলা রেলওয়ে স্টেশন বিল্ডিংটিতে লিফট, এসকেলেটর, ফুড প্লাজা, পূজার প্রয়োজনের দোকান, ক্লোকরুম, চাইল্ড কেয়ার রুম এবং ওয়েটিং হলের মতো বৈশিষ্ট্য রয়েছে। স্টেশন বিল্ডিংটি সকলের ব্যবহারযোগ্য এবং একটি "IGBC-স্বীকৃত গ্রিন স্টেশন বিল্ডিং হিসাবেই গড়ে উঠেছিল।

তবে গত কয়েকদিনে বেশ কয়েকটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে যা দেখে চমকে উঠতে হয়।দু মাস আগে তৈরি হওয়া স্টেশনে যততত্র পড়ে রয়েছে আবর্জনা। স্টেশন চত্বরে লোকজনের ভিড় তারই মধ্যে ময়লার বালতি উলটে নোংরা হয়ে আছে প্ল্যাটফর্ম। শুধু প্ল্যাটফর্ম নয় সদ্য উদ্বোধন করা অযোধ্যা রেলওয়ে স্টেশনের দোতলার দেওয়ালে পানের দাগ এবং আবর্জনায় ভরা। এমনকি রেলওয়ে স্টেশনের ফেজ-2 নির্মাণের কাজ যেখানে চলছে, সেটিকেও সর্বত্র অস্বাস্থ্যকর অবস্থায় দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলি আসতেই তা ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে, অনেকে ভারতীয়দের মৌলিক নাগরিক বোধের অভাব নিয়ে প্রশ্ন তুলেছে। কেও কেও বলেছেন- ভারতীয়রা আধুনিক পরিকাঠামোর যোগ্য নয়।দেখুন সেই সব ভিডিও-