পঞ্জাবে বড় জয় পেতে চলেছে আম আদমি পার্টি। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস এক্সিট পোল অনুযায়ী, দিল্লির বাইরে এই প্রথম কোনও রাজ্যে ক্ষমতায় বসতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। পঞ্জাবে একা সব কটা আসনে লড়ে ৭৬ থেকে ৯০টি আসন জিততে চলেছে আপ। সেখানে গত পাঁচ বছর ক্ষমতায় থাকা কংগ্রেস পেতে পারে মাত্র ১৯-৩১টি আসন। এক্সিট পোল মিলে গেলে পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভগমন্ত মান।
নরেন্দ্র মোদী, অমিত শাহ-র জোর প্রচার সত্ত্বেও বিজেপি পঞ্জাবে সেভাবে প্রভাব ফেলতে পারবে না বলে এক্সিট পোলে দেখা যাচ্ছে। ইন্ডিয়া টুডে-র এক্সিট পোল অনুযায়ী পঞ্জাবে ১-৪টি আসনে জিততে পারে বিজেপি। প্রসঙ্গত, স্বর্ণমন্দিরের রাজ্যে ১১৭টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছিল ১৯ ফেব্রুয়ারি।
দেখুন এক্সিট পোল
#IndiaTodayAxisExitPoll predicts 76-90 seats for AAP in Punjab, 19-31 for Congress
Watch LIVE now | #India #AssemblyElections #PunjabPolls @rahulkanwal @sardesairajdeep pic.twitter.com/TDiaIey5gY
— IndiaToday (@IndiaToday) March 7, 2022
২০১৭ সালে প্রথমবার পঞ্জাব বিধানসভায় লড়ে প্রধান বিরোধী দল হয়েছিল আপ। তবে পরে তাদের দলে ভাঙন ধরে। ২০১৭ বিধানসভায় মাত্র ১৯টি আসনে জেতার পাঁচ বছরের মধ্যে একেবারে রাজ্যের মসনদে বসা। অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক কেরিয়ারের অন্যতম স্মরণীয় জয় হতে পারে পঞ্জাব দখল, যদি এক্সিট পোল মিলে যায়।